প্রাথমিক ব্যয় ৬ হাজার ২৬২ কোটি টাকা

জুলাই মাসে পদ্মা সেতুতে রেল বসানো শুরু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫০, মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৭ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

পদ্মা রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। প্রথম ধাপে রাজধানীর কমলাপুর থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হচ্ছে। ২০২৪ সালে প্রকল্পের কাজ শেষ হবে।

 

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, জুলাইয়ের মাঝামাঝি সময় বাংলাদেশ রেলওয়েকে তাদের কাজ করার জন্য সেতুটি হস্তান্তর করা হবে। খুব দ্রুতই সুনির্দিষ্ট তারিখ জানানো হবে।

রেললাইন বসাতে সময় লাগবে ছয় মাস। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) প্রকৌশলী আফজাল হোসেন জানান, ১৬ ডিসেম্বর পদ্মা সেতুতে ট্রেন চালানোর লক্ষ্য রয়েছে। মাওয়া থেকে ভাঙ্গা অংশের কাজ এ বছরই শেষ হবে। সে হিসেবে মহান বিজয় দিবসে মাওয়া-ভাঙ্গা রুটে ট্রেন চালানো সম্ভব হবে, ইনশাআল্লাহ।

ঢাকা থেকে মাওয়া এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথের কাজ শেষ হবে আগামী বছর। রেলওয়ের অর্থ উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, সেতুর নির্মাতা কোম্পানি রেল অংশের জন্য খরচের একটি প্রাথমিক হিসেব দিয়েছে। এতে দেখা যায়, ব্যয় ৬ হাজার ২৬২ কোটি টাকা ছাড়িয়েছে। চূড়ান্ত হিসেবে তা কিছুটা কমে আসবে বলে ধারণা করছেন কর্মকর্তারা। 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article