ধরা পড়েছে মিঠাপানির সবচেয়ে বড় মাছ
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৩:১২, মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৭ আষাঢ় ১৪২৯

মেকং নদীর কম্বোডিয়া অংশে বিশ্বে মিঠাপানির সবচেয়ে বড় মাছ, যার ওজন ৩০০ কেজি ধরা পড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়, এটি বিশ্বে মিঠাপানির সবচেয়ে বড় মাছ বলে জানিয়েছেন গবেষকেরা। শাপলাপাতা মাছের মতো দেখতে স্টিংরে প্রজাতির মাছটি প্রায় ১২ জন মিলে তীরে টেনে আনেন।
মাছটি স্থানীয়ভাবে ‘ক্রিস্টেনড বোরামি’নামে পরিচিত। খেমার ভাষার এই শব্দের অর্থ ‘পূর্ণ চন্দ্র’। গোলাকার আকৃতির জন্যই মাছটির এই নাম দেয়া হয়েছে।
পরে ৪ মিটার (১৩ ফুট) দীর্ঘ মা মাছটি আবার নদীতে ছেড়ে দেওয়া হয়। অবশ্য বিজ্ঞানীদের গতিবিধি ও আচরণ পর্যবেক্ষণের সুযোগ করে দিতে মাছটিতে নজরদারি যন্ত্র (ইলেকট্রনিক্যালি ট্যাগড) বসানো হয়েছে।
বিষয়ঃ
বিশ্ব সংবাদ