একই পরিবারের ৯ জনের মৃত্যুতে তুঙ্গে রহস্য

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪১, মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৭ আষাঢ় ১৪২৯

মহারাষ্ট্রের সাংলি জেলায় একই পরিবারের নয়জন একসঙ্গে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় হতবাক ওই এলাকার বাসিন্দারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক লোমহর্ষক চিত্র।

সোমবার (২০ জুন) সকালে ভারতের ওই রাজ্যের সাংলি জেলাধীন মহিশাল গ্রামে এ ঘটনা ঘটে।

এদিন সকালে পোপাট ভ্যানমোর ও মানিক ভ্যানমোর নামের দুই ভাইয়ের পরিবারের নয় সদস্যকে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় দেখতে পায় গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতদের মধ্যে ওই দুই ভাইয়ের মা, তাদের স্ত্রী ও চার সন্তান ছিল। পুলিশের ধারণা তারা সবাই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

প্রাথমিকভাবে পুলিশ এটিকে একটি চুক্তিবদ্ধ আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করছে। তবে গ্রামবাসীরা জানান, নিহত দুই ভাই- পোপাট ও মানিক ভ্যানমোর প্রায়শই বলতেন যে, তারা বিদেশি একটি কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা পাবেন।

তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভ্যানমোর ভাইদ্বয় গ্রামের বিভিন্ন লোকের কাছ থেকে প্রচুর অর্থ ধার করেছিলেন। অনেকের ধারণা, ঋণের ভারে জর্জরিত হয়ে হতাশায় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করেছেন দুই ভাই।

মহিশাল গ্রামের এক বাসিন্দা জানান, দুই ভাইয়ের পরিবার শিক্ষিত ছিল। তাদের মধ্যে এক ভাই (মানিক ভ্যানমোর) পেশায় পশুচিকিৎসক এবং অন্যজন (পোপাট ভ্যানমোর) শিক্ষক ছিলেন।

পোপাটের মেয়ে কোলহাপুরের একটি ব্যাংকে চাকরি করতো। এটা খুবই মর্মান্তিক যে, পুরো পরিবারটি এমন ভয়ঙ্কর একটি পদক্ষেপ নিয়েছে, ওই গ্রামবাসী বলেন।

তিনি আরও বলেন, গ্রামের অন্যদের সঙ্গে ভ্যানমোর পরিবারের সদস্যরা খুব বেশি মিশতো না।

ওই গ্রামবাসী আরও জানান, ভানমোর ভাইয়েরা প্রায় সময়ই বড়াই করে বলতো যে, তারা বিদেশি কোনো এক কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা পাবে এবং সেই অর্থের পরিমাণ ৩ হাজার কোটি রুপি!

অন্য এক গ্রামবাসী বলেন, তিনি শুনেছেন যে, ভ্যানমোর ভাইয়েরা তাদের পুরানো একটি গুচ্ছ বাড়ি বিক্রি করে, আলাদা আলাদা বাড়ি তৈরি করে সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছে

বিষয়ঃ ভারত

Share This Article

ফয়জুল করিমকে নয়, খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিলেন ছারছিনা পীর !

আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না: প্রধানমন্ত্রী

প্রস্তাবিত বাজেট গ্রামীণবান্ধব: পরিকল্পনামন্ত্রী

সরকারের বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগ দৃশ্যমান: এলজিআরডিমন্ত্রী

চা শিল্পের উন্নয়নে শ্রমিকবান্ধব কর্মপরিবেশের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

উন্নয়ন-অর্জন এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: ওবায়দুল কাদের

খুলনা সিটি নির্বাচন: প্রচারণা নয়, একটি বার্তা দিতেই খালেক যান মানুষের দুয়ারে!

বল পয়েন্টের দাম না বাড়ানোর প্রস্তাব করা হবে: শিক্ষামন্ত্রী

কর্মমুখী স্মার্ট নগরী গড়তে লিটনের ১০৫ দফা ঘোষণা

মিয়ানমারে ১২০ টন ত্রাণ পাঠালো বাংলাদেশ

ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন অনেকে: খোকন সেরনিয়াবাত

নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ৯০ শতাংশ ব্যক্তিরই যুক্তরাষ্ট্রের ভিসার প্ৰয়োজন নেই!

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির ওপর দ্বিমুখী চাপ!

গাজীপুরে জায়েদার জয়: যুক্তরাষ্ট্রের ভিসানীতির প্রতিফলন

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

মর্কিন ভিসা নীতি : বিএনপি হাইকমান্ডের নতুন নির্দেশনা

করফাঁকি: কূটকৌশল খাটিয়েও নিস্তার পেলেন না ড. ইউনূস

বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি: তথ্যমন্ত্রী

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!