একই পরিবারের ৯ জনের মৃত্যুতে তুঙ্গে রহস্য

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪১, মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৭ আষাঢ় ১৪২৯

মহারাষ্ট্রের সাংলি জেলায় একই পরিবারের নয়জন একসঙ্গে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় হতবাক ওই এলাকার বাসিন্দারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক লোমহর্ষক চিত্র।

সোমবার (২০ জুন) সকালে ভারতের ওই রাজ্যের সাংলি জেলাধীন মহিশাল গ্রামে এ ঘটনা ঘটে।

এদিন সকালে পোপাট ভ্যানমোর ও মানিক ভ্যানমোর নামের দুই ভাইয়ের পরিবারের নয় সদস্যকে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় দেখতে পায় গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতদের মধ্যে ওই দুই ভাইয়ের মা, তাদের স্ত্রী ও চার সন্তান ছিল। পুলিশের ধারণা তারা সবাই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

প্রাথমিকভাবে পুলিশ এটিকে একটি চুক্তিবদ্ধ আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করছে। তবে গ্রামবাসীরা জানান, নিহত দুই ভাই- পোপাট ও মানিক ভ্যানমোর প্রায়শই বলতেন যে, তারা বিদেশি একটি কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা পাবেন।

তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভ্যানমোর ভাইদ্বয় গ্রামের বিভিন্ন লোকের কাছ থেকে প্রচুর অর্থ ধার করেছিলেন। অনেকের ধারণা, ঋণের ভারে জর্জরিত হয়ে হতাশায় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করেছেন দুই ভাই।

মহিশাল গ্রামের এক বাসিন্দা জানান, দুই ভাইয়ের পরিবার শিক্ষিত ছিল। তাদের মধ্যে এক ভাই (মানিক ভ্যানমোর) পেশায় পশুচিকিৎসক এবং অন্যজন (পোপাট ভ্যানমোর) শিক্ষক ছিলেন।

পোপাটের মেয়ে কোলহাপুরের একটি ব্যাংকে চাকরি করতো। এটা খুবই মর্মান্তিক যে, পুরো পরিবারটি এমন ভয়ঙ্কর একটি পদক্ষেপ নিয়েছে, ওই গ্রামবাসী বলেন।

তিনি আরও বলেন, গ্রামের অন্যদের সঙ্গে ভ্যানমোর পরিবারের সদস্যরা খুব বেশি মিশতো না।

ওই গ্রামবাসী আরও জানান, ভানমোর ভাইয়েরা প্রায় সময়ই বড়াই করে বলতো যে, তারা বিদেশি কোনো এক কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা পাবে এবং সেই অর্থের পরিমাণ ৩ হাজার কোটি রুপি!

অন্য এক গ্রামবাসী বলেন, তিনি শুনেছেন যে, ভ্যানমোর ভাইয়েরা তাদের পুরানো একটি গুচ্ছ বাড়ি বিক্রি করে, আলাদা আলাদা বাড়ি তৈরি করে সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছে

বিষয়ঃ ভারত

Share This Article

পর্যাপ্ত বিনিয়োগ সংগ্রহ করতে না পারায় প্রথম স্ত্রী রুশ তরুণী 'ফরোস্টেনকো’কে ডিভোর্স দেন ইউনূস!

এবার পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

ড. ইউনূস ও তার স্ত্রীর নামে আলিশান বাড়িসহ দেশে-বিদেশে বিপুল সম্পদের খোঁজ!

আগুনে ছুড়ে ফেলা রিজভীর শালটি ভারতের নয়, দেশীয় খাদি শাল

বিনা চিকিৎসায় মারা যান গ্রামীণ ব্যাংকের প্রথম ঋণগ্রহীতা সুফিয়া খাতুন

এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী

জিএম কাদেরকে শত কোটি টাকার লিগ্যাল নোটিশ

‘যারা পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরেন’

গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ

স্বাধীনতার ঘোষণাপত্র পাল্টে যেভাবে নিজের নামে চালিয়েছেন মেজর জিয়া


গাজায় মানবিক সাহায্য আরও দ্রুত পাঠানোর আহ্বান

গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ‘অত্যধিক বেশি’: যুক্তরাষ্ট্র

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞের

দুর্ঘটনার আগে সংকেত পাঠিয়েছিল জাহাজটি

৫০ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায়

ইস্তানবুলে নতুন যুগ সূচনার অঙ্গীকার এরদোগানের

মস্কোতে আটক হামলাকারীদের মধ্যে ২ জনের দায় স্বীকার

সিরিয়ায় ট্রাফল সংগ্রহের সময় আইএসের হামলা, নিহত ১১

রাফাহতে ইসরায়েলি হামলা হবে ‘বড় ভুল’: কমলা হ্যারিস

না খেতে পেয়ে গাজায় ইসরায়েলি জিম্মির মৃত্যু

৬ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় হামলা

সৌদি আরবে ঈদের ছুটি টানা ছয় দিন