গাজায় আবার বিমান হামলা চালাল ইসরায়েল
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৪:৩৫, শনিবার, ১৮ জুন, ২০২২, ৪ আষাঢ় ১৪২৯

ফাইল ফটো
ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকেলন শহর লক্ষ্য করে রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। তুলনামূলকভাবে ওই অঞ্চল কয়েক মাস ধরে শান্ত থাকার পর অশান্ত হয়ে উঠল।
ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার গাজায় কৃষিজমিতে ইসরায়েলি হামলা চালানো হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রকেট হামলার জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান গাজা উপত্যকায় হামাসের বেশ কয়েকটি 'সন্ত্রাসী স্থাপনা' লক্ষ্য করে আঘাত হেনেছে।
তবে গাজা কিংবা ইসরায়েলে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র : আলজাজিরা।
বিষয়ঃ
বিশ্ব সংবাদ