ফের শুরু হচ্ছে দুর্নীতিবিরোধী অভিযান

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:২৯, মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছেন প্রধানমন্ত্রী। যেই দুর্নীতিবাজ হোক, তাকেই আইনের আওতায় এনে প্রকৃত ঘটনা উদঘাটনের নির্দেশনা দিয়েছেন তিনি। 

দুর্নীতি দমনে ফের কঠোর নীতিতে যাচ্ছে সরকার। বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে দ্রুত তদন্তের পাশাপাশি দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে রাজনীতিবিদ, সরকারি বা অবসরে যাওয়া কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি দৃশ্যমান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রমতে, দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবেই পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে তার স্থাপন সব সম্পত্তি ক্রোক করেছে আদালত। স্ত্রী-মেয়েরও ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। মূলত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার হাঁটছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা।

জানা গেছে, পাঁচটি ক্ষেত্রে দুর্নীতিবিরোধী অভিযান চালানো হবে। এ তালিকায় রয়েছে সরকারি প্রকল্প-প্রতিষ্ঠান, ব্যাংকিং খাত, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি বড় বড় কর্মকর্তারা। অনিয়ম বন্ধে এরই মধ্যে তাদের কঠোর নির্দেশনা দিয়েছে দুদক। নজরদারিও জোরদার করা হয়েছে।

দুদকের একজন কর্মকর্তা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছেন প্রধানমন্ত্রী। যেই দুর্নীতিবাজ হোক, তাকেই আইনের আওতায় এনে প্রকৃত ঘটনা উদঘাটনের নির্দেশনা দিয়েছেন তিনি। তার নির্দেশমতে আমরা কাজ করছি। এক্ষেত্রে সরকারের কাছে কেউই আশ্রয়-প্রশ্রয় পাবেন না।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে

পুলিশকে মেরে যারা ঝুলিয়ে রেখেছিল সবার পরিচয় পেয়েছি: হারুন

‘ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি’

সহিংসতা-নাশকতার অভিযোগে ২০১ মামলায় গ্রেপ্তার ২২০৯

মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পোশাক কারখানা খুলছে আজ

দূরপাল্লার বাস চলবে, ট্রেন নিয়ে সিদ্ধান্ত নেই

আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস

যেসব বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

কোটা সংস্কারের দাবি যৌক্তিক: আরেফিন সিদ্দিক

৪ ঘণ্টায়ও নেভেনি বিটিভির আগুন