শাহজালালে বিমানের জরুরি অবতরণ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:২১, শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৩ আষাঢ় ১৪২৯

নিজস্ব প্রতিবেদক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ৭৪ জন যাত্রী ছিলেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ড্যাশ ৮ কিউ-৪০০ মডেলের বিমানটি যাত্রী নিয়ে ঢাকায় আসার সময় কারিগরি ত্রুটির কারণে পাইলট জরুরি অবতরণ করতে চান। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বরিশাল থেকে ঢাকাগামী বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। আলহামদুলিল্লাহ, সব যাত্রীরা নিরাপদ ও অক্ষত আছেন। কোনো সমস্যা হয়নি।

সূত্রে জানা গেছে, প্লেনটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ছিল। এ কারণে ফ্লাইটটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। প্লেনটি জরুরি অবতরণের পরই হার্ড ব্রেক করেন পাইলট। এতে বিমানটি কিছুটা পিছলে পড়ে। কিছুক্ষণ থেমে ধীরে ধীরে পার্কিংয়ে নেন পাইলট। এরপর নিরাপদে সব যাত্রীদের নামানো হয়। ফ্লাইটটি জরুরি অবতরণের সময় বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ইউনিট প্রস্তুত ছিল। কয়েকটি অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছিল। তবে নিরাপদে ফ্লাইটটি অবতরণ করেছে, কোনো সমস্যা হয়নি।

অবতরণের পর ল্যান্ডিং গিয়ার ‘আউট অব অর্ডার’ (বিকল) থাকায় প্লেনটি পুশকার্টের মাধ্যমে পার্কিং এলাকায় নেওয়া হয় বলে বিমান সূত্র জানিয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


তিন সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবিপ্রধান হারুন

নিহত সাইদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকার চেক দিল বেরোবি

পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের ৩১৩ স্থাপনায় হামলা

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে

‘ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি’

সহিংসতা-নাশকতার অভিযোগে ২০১ মামলায় গ্রেপ্তার ২২০৯

কারফিউ শিথিল : সড়কে বেড়েছে গাড়ি চলাচল, কর্মচঞ্চল অফিস-আদালতপাড়া

মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকার ৮ থানার ওসি বদলি

আজ ৪ ঘণ্টা ব্যাংক খোলা

পোশাক কারখানা খুলছে আজ