কূপে ঝাঁপ দিয়ে সন্তানসহ ৩ বোনের আত্মহত্যা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৬, রবিবার, ১২ জুন, ২০২২, ২৯ জ্যৈষ্ঠ ১৪২৯

ভারতের জয়পুরে শিশুসন্তানসহ তিন বোন কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

পরে ওয়াটসঅ্যাপে পোস্ট করা এক মেসেজের সূত্র ধরে পুলিশ কূপ থেকে ওই তিন বোন এবং একটি শিশুর লাশ উদ্ধার করে। খবর সিবিএস নিউজের।

জয়পুরে একই পরিবারে কালু, কমলেশ ও মমতা নামে ওই তিন বোনের বিয়ে হয়। গত মে মাসের শেষের দিকে তিন বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে ওয়াটসঅ্যাপে পোস্ট করা একটি সুইসাইড নোটের সূত্র ধরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের সঙ্গে কালুর চার বছর বয়সি ছেলের লাশও ছিল। অন্য দুই বোন অন্তঃসত্ত্বা ছিলেন।

সুইসাইড নোটে তারা লিখে গেছেন, যৌতুকের জন্য নিয়মিত শ্বশুরবাড়ির লোকজন তাদের ওপর নির্মম নির্যাতন চালাতেন। তাই প্রতিদিন মরার চেয়ে একবার মরাই শ্রেয়।

তার বাবা সরদার মিনা গণমাধ্যমকে বলেন, আমার ছয় কন্যাসন্তান। এদের মধ্যে তিনজনকে একই পরিবারে বিয়ে দিয়েছি।

কিন্তু বিয়ের পর থেকে তাদের শ্বশুরবাড়ি থেকে কেবল যৌতুকের জন্য চাপ দিয়ে যাচ্ছিল। আমি আমার সাধ্যমতো দফায় দফায় তাদের যৌতুক দিয়েছি।

শেষ পর্যন্ত তারা আমার মেয়েদের আত্মহত্যার পথই বেছে নিতে বাধ্য করল।

Share This Article

যে তিন কারণে বরিশালের ভোটের মাঠে খোকন সেরনিয়াবাতকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

নগর ভবন সবার জন্য উম্মুক্ত থাকবে: খোকন সেরনিয়াবাত

শেখ হাসিনা গড়বেন স্মার্ট বাংলাদেশ, তিলোত্তমা নগরী গড়বেন খোকন সেরনিয়াবাত !

দুবাইর বিমানে দেশ ছাড়ছেন জাহাঙ্গীর!

সাদিক আব্দুল্লাহ'র আস্থাভাজন সাজ্জাদ সেরনিয়াবাতের চাঁদাবাজি

ভিন্ন চিত্র বিসিসি নির্বাচনে: বিএনপি ভোটারদের ভোটও পাবেন খোকন সেরনিয়াবাত!

‘স্মার্ট’ বরিশাল নগরী গড়ে তোলা হবে : খোকন সেরেনিয়াবাদ পত্নী

ব্যর্থ বিএনপির সকল প্রচেষ্টা,এলোনা স্যাংশন

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম : মার্কিন ভিসা নীতিতে উৎফুল্ল আওয়ামী লীগ,দুশ্চিন্তায় বিএনপি!