ম্যাচ চলাকালে জ্ঞান হারালেন আর্সেনাল খেলোয়াড়

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:২০, সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১৮ চৈত্র ১৪৩১

 মেডিকেল টিম মাঠে প্রবেশ করেন। ফ্রিদাকে তারা অক্সিজেন দেন ৯ মিনিট ধরে। কেন মাঠে জ্ঞান হারান আর্সেনালের এই খেলোয়াড় তা প্রাথমিকভাবে জানা যায়নি।

নারী ইংলিশ লিগ কাপের ফাইনাল ম্যাচে আর্সেনাল বনাম চেলসির খেলা। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য ছিল। ম্যাচে তখন অতিরিক্ত ৩০ মিনিটের খেলা চলছে।

দুই দলের খেলোয়াড়রা যখন ব্যস্ত বল দখলে, চেলসির অর্ধে হুট করেই পরে যান আর্সেনালের ফ্রিদা মানুম। কোন খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লাগেনি তার। হুট করে পরেই জ্ঞান হারান।

সঙ্গে সঙ্গে মেডিকেল টিম মাঠে প্রবেশ করেন। ফ্রিদাকে তারা অক্সিজেন দেন ৯ মিনিট ধরে। কেন মাঠে জ্ঞান হারান আর্সেনালের এই খেলোয়াড় তা প্রাথমিকভাবে জানা যায়নি।

আর্সেনাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে ফ্রিদা এখন ঠিক আছেন। 'ফ্রিদা জ্ঞানে আছেন, কথা বলছে এবং স্থিতিশীল অবস্থায় আছেন। আমাদের মেডিকেল টিম তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।'

২৪ বছরের মিডফিল্ডার ফ্রিদা নরওয়ে জাতীয় দলে খেলছেন ২০১৭ সাল থেকে। মাঠে চিকিৎসার সময় সিপিআর এর প্রয়োজন পরেনি ফ্রিদার।

ফাইনাল ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্সেনাল। ম্যাচের ১১৬ মিনিটে গোল করেন স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস।

Share This Article