যেভাবে গ্রামীন ব্যাংককে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়েছিলেন ইউনুস

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:০১, সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ১৮ চৈত্র ১৪৩১

জণগণের টাকায় গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে নিমবহির্ভুতভাবে পারিবারিক প্রতিষ্ঠানের মতো ব্যবহার করেছেন অধ্যাপক ইউনূস যা নৈতিকতার মাপকাঠিতেই নয় আইনগতভাবেই সম্পুর্ন অবৈধ।

সাধারণ ঋণগ্রহীতাদের টাকা এবং গ্রামীণ ব্যাংকের পরোক্ষ সহায়তায় গড়ে ওঠে অর্ধশতাধিক প্রতিষ্ঠান।গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের কল্যাণের ধোঁয়া তুলে এসব প্রতিষ্ঠান তৈরি করলেও কখনও রক্ষিত হয়নি তাদের স্বার্থ। বরং গ্রামীণ ব্যাংকের শত শত কোটি টাকায় নিয়মবহির্ভূতভাবে এসব প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে গ্রামীণ ব্যাংককে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করার অভিযোগ রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে।

এমন অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন-দুদক। গ্রামীণ ব্যাংকের নথি ঘেটে মিলেছে বিশাল অংকের টাকা নয় ছয়ের ঘটনাও। দুদকের প্রাথমিক অনুসন্ধানে মিলেছে নানা অনিয়মের প্রমাণও।

কয়েকটি প্রতিষ্ঠানের নথি পর্যালোচনা করে দেখা যায়, গ্রামীণ কল্যাণকে ৩৯২ কোটি টাকা উপহার দেয় গ্রামীণ ব্যাংক। এই উপহারের টাকা আবার গ্রামীন কল্যাণের কর্ণধার হিসেবে ঋণ বাবদ গ্রহণ করেছেন ড. ইউনূস নিজেই, যা নিয়ে অনুসন্ধান শুরু চলছে দুদকে।

আরেকটি নথি পর্যালোচনা করে দেখা যায়, গ্রামীণ প্যাকেজেস নামের একটি পারিবারিক প্রতিষ্ঠান আছে ড. ইউনুসের। আর এই প্রতিষ্ঠানকে কাজ দিতে গিয়ে নানা অনিয়মের আশ্রয় নেয় সব পক্ষই। খোদ গ্রামীণ ব্যাংকের ক্রয় নীতিমালায় ২ লাখ টাকার বেশি কেনাকাটায় দরপত্রের বিধান থাকলেও তার ধারধারেনি গ্রামীণ ব্যাংক। দরপত্র ছাড়াই দেদারসে করেছেন কোটি টাকার কেনাকাটা। এমনকি মানা হয়নি সরকারি ক্রয় সংক্রান্ত নীতিমালাও।

শুধু তাই নয়, নিজের ভাই মুহাম্মদ ইব্রাহিমকে বানিয়েছেন গ্রামীণ ব্যাংকের নির্বাহী পরিচালক। সেখানেও মানা হয়নি নিয়ম।এছাড়া ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় গণযোগাযোগ বিভাগ থাকলেও গ্রামীন কমিউনিকেশন নামে আরেকটি প্রতিষ্ঠান খুলে শত কোটি টাকা সরিয়েছেন সেখানে।আর সেখানেও বসিয়েছেন নিজেরই আত্মীয়কে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলছেন, জণগণের টাকায় গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে নিমবহির্ভুতভাবে পারিবারিক প্রতিষ্ঠানের মতো ব্যবহার করেছেন অধ্যাপক ইউনূস যা নৈতিকতার মাপকাঠিতেই নয় আইনগতভাবেই সম্পুর্ন অবৈধ।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article