বিএনপিতে বাম-ডানপন্থী বিভেদের আওয়াজ!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৮, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দীর্ঘ ১৭ বছর রাষ্ট্র ক্ষমতার বাহিরে মাঠের বিরোধীদল বিএনপি। দলটি কোনো আন্দোলনেই সফলতার মুখ দেখছে না। আর কারণ হিসেবে দলটির নেতারা একেক সময় একেক কথা বলেছেন। কখনো সরকারের ওপর দোষারোপ কখনো বা অভ্যন্তরীণ নানান সমস্যার চিত্র ফুটে উঠেছে ব্যর্থতার কারণ হিসেবে। তবে এবার দলটির শীর্ষ এক নেতার মুখে সামনে এলো দলের নেতাদের মাঝে রাজনৈতিক আদর্শের মতপার্থক্যের বিষয়টি।

সম্প্রতি চট্টগ্রাম মহানগর বিএনপির ইফতার মাহফিলে দলটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘বামপন্থীদের দিয়ে বিএনপি হবে না। বিএনপি হবে মধ্যপন্থী, ডানপন্থী ও ইসলামপন্থী মানুষদের নিয়ে।’ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। তবে তিনি এবিষয়ে কোন কথা বলেননি।

প্রসঙ্গত বামপন্থী নেতাদেরকে বিএনপিতে 'ভারত ঘেঁষা' হিসাবে বিবেচনা করা হয়।আর ভারত ঘেঁষা নেতাদের দিয়ে 'আওয়ামী লীগ সরকার' বিরোধী আন্দোলন সফল হবেনা বলে মনে করেন মীর নাসিরসহ বিএনপির একাধিক শীর্ষ নেতা। কেননা ভারত ঘেঁষা হবার কারণে তাদের সাথে কোন না কোনোভাবে ভারতের গোপন যোগাযোগ থাকতে পারে বলে মনে করেন অনেকেই।

প্রসঙ্গত, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও ছিলেন সাবেক শ্রমিক ইউনিয়নের সভাপতি, প্রয়াত সাদেক হোসেন খোকাও ছিলেন বাম রাজনীতির সাথে যুক্ত। বিএনপিতে এমন একডজন প্রভাবশালী নেতা রয়েছেন যাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর মীর নাসির মূলত তাদের ব্যর্থতাকে সামনে আনতেই এমন মন্তব্য করেন।

এছাড়া সম্প্রতি ‘ভারতীয় পণ্য বয়কট’ আন্দোলনে বিএনপির কতিপয় নেতা সংহতি প্রকাশ করলেও দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহন করতে কয়েকজন বামপন্থী নেতার  অভ্যন্তরীন বাধার মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে। আর এসব কারণেই দলটির একাংশ তাদের প্রতি ক্ষুব্ধ হয় বলেই এখন  প্রকাশ্যে  এমন মন্তব্য আসতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share This Article


চট্রগ্রাম মেডিকেলের অজ্ঞাত লাশকে শিক্ষার্থীদের লাশ বলে চালানোর চেষ্টা!

শিক্ষার্থীদের পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহবান ফখরুলের: পাশে দাঁড়িয়েছে কি বিএনপি?

ঢাকা কলেজের ছাত্রের প্রাণহানি, সারা দেশে নিন্দার ঝড়

শিবির-ছাত্রদলের নির্মমতা: চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেয়া হয় ১৫ ছাত্রলীগ কর্মীকে

আমরা সরকার পতন করেই ঘরে ফিরবো: গাজীপুর থেকে আগত শিবির কর্মী

কোটা আন্দোলনে জামায়াত-শিবির অনুপ্রবেশ, শিক্ষকদের মারধর

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

দুইজন নিহতের অসত্য দাবি যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিবাদ বাংলাদেশের

সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বঘোষিত ‘রাজাকার,’ কেমন মেধাবী তারা?

কোটা আন্দোলনে বিএনপির অর্থায়ন, সারা দেশে শিবিরের শক্ত নেটওয়ার্ক

ঢাবি ক্যাম্পাসে যেভাবে জড়ায় ছাত্রলীগ

'রাজাকার' পরিচয় দিতে একবারও লজ্জা হলো না তাদের