স্বপ্ন জয়ের গল্প শোনালেন পদ্মা সেতু পারের মানুষ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১০, শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৩ আষাঢ় ১৪২৯

‘মাত্র কিশোর বয়স আমার। মুন্সীগঞ্জ পদ্মা নদীর পাড়েই আমাদের বাড়ি। একদিন রাতে ঘুমিয়ে আছি। হঠাৎ শো শো শব্দ। মা ডাকছেন এই সফিউর, ওঠ। ঘুমের চোখে, কেন মা কী হয়েছে? মা বললেন, তোর বাবা এখনো বাড়ি ফেরেনি। বাইরে ঝড়বৃষ্টি। নদীতে প্রবল ঢেউ। আমি ছোট, তবুও বাবার খোঁজে বের হলাম। বাবা-চাচা মিলে নদী পার হয়ে ব্যবসার কাজে ফরিদপুর গেছেন। কিছুক্ষণ পর চাচা চিৎকার দিতে দিতে ফিরে এসে বললেন, আমরা এক নৌকাতেই ছিলাম। হঠাৎ ঝড়ে নৌকা ডুবে গেছে। অনেককেই পাওয়া যাচ্ছে না। তোর বাবারও খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপর ভোর হলো, সপ্তাহ চলে গেলো, বাবা আর ফিরে এলেন না।’ এভাবেই নিজের অভিজ্ঞতা শেয়ার করছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ সফিউর রহমান।

দীর্ঘ ৬ যুগ কেটে যেতে দেখেছেন এই বৃদ্ধ সফিউর। দেখেছেন নদীতে আটবার তাদের বাড়ি ভেঙেছে। পদ্মা নদীর অনেক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী তিনি। ২০১৪ সালের পিনাক ৬ লঞ্চ ডুবির ভয়াবহতা দেখেছেন, সর্বশেষ ২০২১ সালে বাংলাবাজার ফেরিঘাটে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানিসহ অসংখ্য দুর্ঘটনায় স্বজনদের আহাজারি দেখেছেন। 

কথা হয় কাওড়াকান্দি ঘাটের হকার আলালের (৫৫) সঙ্গে। তিনি ঝালমুড়ি বিক্রি করতে এসছেন শিমুলিয়া ঘাটে। তিনি বলেন, ‘১৯৯৫-এর পরে একদিন সন্ধ্যার পর আমি ডিম বিক্রি করতে ফেরিতে মাওয়া যাচ্ছি। হালকা বৃষ্টি। মাওয়ার নদীতে যখন ফেরি নিয়ে ঢুকলাম। বাতাস বাড়ছে। কিছুক্ষণ না যেতেই ঝড় শুরু। এগোতে পারলাম না। বাতাসে ফেরি চরের ভেতর নিয়ে গেলো। মনে হচ্ছিল এই বুঝি ফেরি ডুবে যায়। চারপাশে কান্নার রোল পড়ে গেলো।ঝড় থামতে থামতে অনেক রাত। আমরা নৌকায় করে আবার ফিরে আসলাম কাওড়াকান্দি ঘাটে। সেই রাতে মাওয়ার গাঙ্গে গরুর ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হয়।’ 

কথাগুলো শুনছিলাম আর চোখের সামনে ভেসে ওঠে একটি বড় দুর্ঘটনার কথা। জামাল হোসেন, সেই সময় কাজ করতেন গরুর ট্রলারে।  ৪ আগস্ট ২০১৪ সাল, কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ নামের একটি লঞ্চ।

সরকারি হিসাব মতে সে সময় ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকে ৬৪ জন। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ২১ জনের পরিচয় না পেয়ে দাফন করা হয় শিবচর পৌর কবরস্থানে। কেউ তাদের খোঁজেও আসেননি।  

জামাল কাওড়াকান্দি থেকে ট্রলারে গরু তুলেছেন মাওয়া নিয়ে যাবেন বলে। নদীতে বাতাস এবং বৃষ্টি। হালকা ঢেউ। নৌকা চলছে। যখন মাওয়ার সামনের নদীতে ঢুকবেন, এই সময় বাতাস আরও বাড়ে, ঢেউও হতে থাকে অস্বাভাবিক বড়। ছোট্ট ট্রলার। আর সাহস করলেন না নদী পাড় হওয়ার। এমনই মুহূর্তে মাওয়ার সামনের নদী থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনলেন। কৌতুহল বসত সামেন গেলেন। শুনলেন যাত্রীবোঝাই লঞ্চ ডুবে গেছে। 

তিনি বলেন, ‘ওই লঞ্চে কাওড়াকান্দি ঘাটের বাসিন্দা দুই ভাই-বোন পানি বিক্রি করতে গিয়েছিলেন। বোনের বয়স তখন ১২/১৩ আর ভাইয়ের বয়স ৬/৭ বছর। বোন সাঁতার জানে কিন্তু ভাই জানে না। লঞ্চের ডোবা ডোবা ভাব দেখে বোনের ওড়নার সঙ্গে ভাইয়ের কোমর বাঁধে সে, যাতে লঞ্চ ডুবে গেলেও ভাই হারিয়ে না যায়। আর মরতে হলে দুজনই মরবে। হঠাৎ ঢেউয়ে লঞ্চ ডুবে গেলো। কয়েকজন বাদে প্রায় সবাই মারা গেলেন। ভাগ্যগুণে মাওয়ার নদীর প্রবল স্রোত ও ঢেউ উপেক্ষা করে  বেঁচে ফিরলো তারা দুজন।’

জামাল বলেন, ‘এই নদীর অনেক ভয়াঙ্কর রূপ দেখেছি। এখন পদ্মা সেতু হইছে। আর নদীতে মরা লাগবো না। পাঁচবার নদীতে বাড়ি ভাঙছে। আমাদের কোনো জমি নাই। থাকার ছোট্ট একটা ঘর আছে। আমাদের বাড়ির পাশে সেতুর বেড়িবাঁধ হয়েছে। বাড়িও আর ভাঙবো না।’  

লঞ্চ যাত্রী সুমাইয়া আক্তার। বাড়ি বাগের হাট। কাজ করেন ঢাকার একটি পোশাক কারখানায়। তাকিয়ে আছেন পদ্মা সেতুর দিকে। আর মনে মনে কী যেন ভাবছেন। তিনি বলেন, ‘সাত বছর ধইরা ঢাকায় গার্মেন্টসে কাম করি। সময় পাই শুধু ঈদে বাড়ি যাওয়ার। আহারে ভাই ঈদের সময় শিমুলিয়া ঘাটে কী যে কষ্ট! ৬ ঘণ্টার রাস্তা ১০/১২ ঘণ্টাও লাইগা যায়। এহন সেতু অইছে, আর কষ্ট অইবো না।’

সুমাইয়া  আরও বলেন, ‘গত ঈদে বাড়িতে যাওনের সময় পদ্মা নদীতে আমার একটা ব্যাগ পইরা যায়। ওটার মধ্যে আমার মেয়ের একটা নতুন জামা ছিল। অনেক শখ কইরা কিনছিলাম। বাড়ি নেওয়ার পারি নাই।’ 

হাবিব মিয়া। নৌকার মাঝি। গরুর ট্রলার চালান। প্রায় সময় নদীতে তাকে থাকতে হয়। একদিন গরু পার করার সময় মাওয়ার নদীতে ট্রলারে বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দেয়। এতে ট্রলার নদীতে তলিয়ে যায়। তিনি বলেন, ‘আমি তখন ট্রলারের ছইয়ের মধ্যে ঘুমাচ্ছিলাম। ঘুমের মধ্যেই দেখি ট্রলার ঢুবে যাচ্ছে। কোনো কিছু বোঝার আগেই পানির নিচে চলে গেলাম। ভাগ্য ভালো আল্লাহ বাঁচায়ছে। নাহয় সেদিনই মরে যাইতাম। পাঁচটা গরু মারা গেছে। আমি একদিন অজ্ঞান ছিলাম।’  

সেতুকে কেন্দ্র করে অনেক বেকার যুবকেরও কর্মসংস্থান হয়েছে। দুই পাড়ে গড়ে উঠছে নতুন নতুন ব্যবসার দ্বার। ৫-৭ বছর আগেও কাওড়াকান্দির ওই পাড়ের অনেকে ফাস্টফুড কী জাতীয় খাবার সেগুলো চিনতেন না। কিন্তু পদ্মা সেতুকে কেন্দ্র করে ওই পাড়ে অসংখ্য ফাস্টফুড, চাইনিজ, কাবাব-গ্রিল, শাহী বিরিয়ানির হোটেল-রেস্তোরাঁ গড়ে ওঠেছে। মোড়ে মোড়ে ভালো মানের শপিংমলও গড়ে ওঠেছে। পার্ক, রিসোর্ট হবে বলেও জল্পনা-কল্পনা করা হচ্ছে। 

তারা মিয়া, নদীর পাড়ের ব্যবসায়ী। তিনি বলেন, ‘ঢাকা শহরে পাঁচ বছর ছিলাম। আর যামু না। এখন এখানে বসে পোশাক তৈরি করে ঢাকা সরবরাহ করমু। ঢাকায় জ্যাম, নোংরা। আমাগো এহানেই ভালো। আমারও লাভ হবে, মানুষের কাজের জায়গা হবে।’     

সেই দুঃখ, দুর্দশা ঘুচিয়ে আগামী ২৫ জুন চালু হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। নদী পারাপারে আর কোনো প্রাণহানি হবে না এই সর্বনাশা পদ্মায়। কোনো মায়ের বুকও খালি হবে না, এমনটিই প্রত্যাশা পদ্মা সেতুর দুই পাড়ের মানুষের। দক্ষিণবঙ্গের অর্থনীতিও আরও ফুলেফেঁপে উঠবে। অবদান রাখবে জাতীয় উন্নয়নে।

বিষয়ঃ উন্নয়ন

Share This Article

আমন্ত্রিত সাংবাদিকদের পিটিয়ে বিএনপি বিএনপির গণতন্ত্র চর্চা!

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে জনগণ: কামরুল ইসলাম

প্রথম আলো’র অসত্য সংবাদ পরিবেশন : এডিটরস গিল্ড ও ঢাবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা

৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি পাকিস্তানে

শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শামসুজ্জামান : পররাষ্ট্র মন্ত্রণালয়

বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে গণতন্ত্র মঞ্চের

‘শহরের ভেতরে নৌপথ যোগাযোগ উপযোগী হলে সড়কে যানজট কমবে’

নেদারল্যান্ডসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

সোনার দাম ফের বাড়ল, ভরি লাখ ছুঁই ছুঁই

বাংলাদেশ মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

শিশুর হাতে ১০ টাকা দিয়ে নিজের মতো খবর সাজিয়েছেন প্রথম আলোর সাংবাদিক

রাজনীতিতে উল্টো হাওয়া, বিএনপি এখন ভারতমুখী !

শওকত মাহমুদের পথে আছেন বিএনপির আরও অনেক রাঘববোয়াল!

প্রবাসে ভিপি নুরের জমজমাট ‘পদ বাণিজ্য’ ও ফান্ড কালেকশন!

বিএনপির ভোট বর্জনের তিক্ত ইতিহাস : দ্বাদশ নির্বাচন আদৌ বর্জন করবে কি দলটি?

গুরুত্ব বেড়েছে বাংলাদেশের, নির্বাচনেও পাশে থাকতে চায় ৩ 'সুপার পাওয়ার' দেশ

ভারতের পাতানো ফাঁদে বিএনপি!

যে কোন পদক্ষেপ নিতে নির্ভীক শেখ হাসিনা ক্ষমতায় আসবেন চতুর্থ মেয়াদে : ব্লুমবার্গ

ভারত ইস্যুতে বিভক্ত বিএনপির নীতি নির্ধারকরা

প্রথম আলোর 'মিস ইনফরমেশন':ভুল স্বীকার যথেষ্ট কি?


১০ দিন আগেই মিলবে ট্রেনের টিকিট, বিক্রি শুরু আজ

প্রধানমন্ত্রীর জায়নামাজে বসে আলোচনার ছবি ভাসছে প্রশংসায়

ড. মোমেনকে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আদালতের হাজতখানায় সাংবাদিক শামসুজ্জামান

২০ জেলায় ঝড়ের পূর্বাভাস

শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০০ টাকা কমেছে

৭৭ রানের জয়ে সিরিজ বাংলাদেশের

মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি: রাষ্ট্রপতি

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা

তারেক-জোবাইদার বিরুদ্ধে চার্জ গঠনের নতুন দিন ধার্য