নির্বাচন নিয়ে পশ্চিমাদের ফাঁদে পড়েছিল বিএনপি: শীর্ষ নেতৃবৃন্দের স্বীকারোক্তি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:১২, সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ২৯ মাঘ ১৪৩০
  • ২০১৮ সালে ড. কামাল হোসেনের ফাঁদে পা দিয়েছিল বিএনপি
  • ২০২৪ সালে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমাদের ফাঁদে
  • ভারতের পরামর্শেই যুক্তরাষ্ট্র এই নাটক মঞ্চস্থ করেছে

বিশ্বের অধিকাংশ দেশ, সংস্থা ও বিভিন্ন জোট সাত জানুয়ারির ভোটকে স্বীকৃতি দিয়েছে। একইসাথে অভিনন্দন জানিয়েছে টানা চারবার ক্ষমতায় আসা দল আওয়ামী লীগকে। তবে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে বিশ্লেষণ করে রাজপথের বিরোধী দল বিএনপি বলছে, পশ্চিমাদের ফাঁদে পড়েছিল দলটি। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও এখন তা উবলব্ধি করতে পারছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

ভোট পরবর্তী আত্মসমালোচনায় বিএনপির শীর্ষ নেতারা বলছেন, ২০১৮ সালে ড. কামাল হোসেনের আর ২০২৪ সালে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমাদের ফাঁদে পা দিয়েছিলো বিএনপি। কেননা একাদশ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে আর দ্বাদশ ভোটের আগে বিএনপির পাশে ছিলো যুক্তরাষ্ট্র। দেশটির ইঙ্গিতেই বিএনপি ভোটে অংশ নেয়নি।

এমনকি যুক্তরাষ্ট্র ভোটের আগে বলেছিলো, নির্বাচনে যদি কারচুপি হয় এবং যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে নিষেধাজ্ঞা দেয়া হবে। একাধিক মার্কিন প্রতিনিধি সাক্ষাতও করেছিলেন বিএনপির হাইকমান্ডের সঙ্গে। তবে ভোটের পরে নতুন সরকারের সাথে কাজ করার কথা বলে দেশটি। বিএনপি নেতারা এখন মনে করছেন, এটি ছিল যুক্তরাষ্ট্রের পাতানো ফাঁদ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ দুই নেতা বলছেন, ভারতের পরামর্শেই যুক্তরাষ্ট্র এই নাটক মঞ্চস্থ করেছে। যেখানে এমন পরিস্থিতি তৈরি করা হয় যাতে, বিএনপি মনে করছে ভোটে না গেলেই ভালো এবং সরকারের পতন ঘটবে। মূলত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতেই ভারতকে সাথে নিয়ে ফাঁদ পেতেছিলো যুক্তরাষ্ট্র।

বিষয়ঃ বিএনপি

Share This Article


চট্রগ্রাম মেডিকেলের অজ্ঞাত লাশকে শিক্ষার্থীদের লাশ বলে চালানোর চেষ্টা!

শিক্ষার্থীদের পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহবান ফখরুলের: পাশে দাঁড়িয়েছে কি বিএনপি?

ঢাকা কলেজের ছাত্রের প্রাণহানি, সারা দেশে নিন্দার ঝড়

শিবির-ছাত্রদলের নির্মমতা: চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেয়া হয় ১৫ ছাত্রলীগ কর্মীকে

আমরা সরকার পতন করেই ঘরে ফিরবো: গাজীপুর থেকে আগত শিবির কর্মী

কোটা আন্দোলনে জামায়াত-শিবির অনুপ্রবেশ, শিক্ষকদের মারধর

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

দুইজন নিহতের অসত্য দাবি যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিবাদ বাংলাদেশের

সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বঘোষিত ‘রাজাকার,’ কেমন মেধাবী তারা?

কোটা আন্দোলনে বিএনপির অর্থায়ন, সারা দেশে শিবিরের শক্ত নেটওয়ার্ক

ঢাবি ক্যাম্পাসে যেভাবে জড়ায় ছাত্রলীগ

'রাজাকার' পরিচয় দিতে একবারও লজ্জা হলো না তাদের