যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪২, শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৩ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে আবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টা শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

 

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদ নোয়াখালীর পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে। নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবু সালেহ মাহফুজ আহমেদের স্ত্রীসহ ৮ বছর বয়সী শিশু কন্যা ও ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


নিহতের ভাগিনা হাসানুজ্জামান বিজয় বলেন, মাহফুজ আহমেদ খুব পরোপকারী ও ভালো মনের মানুষ ছিলেন। সব সময় হাসিখুশি থাকতেন। ঘটনার খবর পেয়ে গ্রামের বাড়িতে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ডাকাতরা দোকানে ঢুকে তাকে গুলি করে মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। দোষীদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) আমেরিকার সময় দুপুরে আটলান্টা শহারের ডোরভিলের আত তাক্বওয়া মসজিদে জানাজা শেষে নিউটন কাউন্টি নামক একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

Share This Article

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন অনেকে: খোকন সেরনিয়াবাত

নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ৯০ শতাংশ ব্যক্তিরই যুক্তরাষ্ট্রের ভিসার প্ৰয়োজন নেই!

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

২০০০ টাকার কর বিভ্রান্তি: না বুঝেই প্রতিক্রিয়ায় সয়লাব ফেসবুক!

ফয়জুল করিমকে নয়, খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিলেন ছারছিনা পীর !

বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি: তথ্যমন্ত্রী

করফাঁকি: কূটকৌশল খাটিয়েও নিস্তার পেলেন না ড. ইউনূস

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!

মুরিদদের ভয় দেখিয়ে স্ত্রীদের নির্বাচনী মাঠে নামিয়েছেন চরমোনাই পীর!