রেস্তোরাঁয় নারীর ওপর হামলার ভিডিও ভাইরাল, গ্রেফতার ৯

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৩, রবিবার, ১২ জুন, ২০২২, ২৯ জ্যৈষ্ঠ ১৪২৯

চীনের তাংশান শহরে নারীদের ওপর একদল পুরুষের নৃশংস হামলার ভিডিও ভাইরাল হওয়ার পর দেশটিতে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।

খবরে বলা হয়েছে, এক ব্যক্তি একটি রেস্তোরাঁয় এক নারীর পিঠে হাত রাখা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। তখন ওই নারী তাকে দূরে ঠেলে দেন। এরপর লোকটিকে ওই নারীর ওপর আঘাত করতে দেখা যায়। আর বেশ কয়েকজন পুরুষ ওই নারীকে বাইরে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেসময় ওই নারী মেঝেতে শুয়ে পড়েন। পুরুষদের দলটিকে ওই নারীর ডাইনিং পার্টনারদের ওপরও আক্রমণ করতে দেখা যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় দুজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। অন্য দুজন সামান্য আহত হয়েছেন।

উত্তর হেবেই প্রদেশের তাংশানের পুলিশ বলেছে, তারা সহিংস হামলা ও ‘সমস্যা উসকে দেওয়ার’ সন্দেহে ৯জনকে গ্রেফতার করেছে।

গত শনিবার চীনা সোশ্যাল মিডিয়াতে এই হামলার ভিডিও ভাইরাল হয়। এরপর তা আলোচনায় উঠে আসে। জড়িতদের কঠোর শাস্তির দাবি উঠেছে।

বিষয়ঃ চীন

Share This Article

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন অনেকে: খোকন সেরনিয়াবাত

নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ৯০ শতাংশ ব্যক্তিরই যুক্তরাষ্ট্রের ভিসার প্ৰয়োজন নেই!

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

২০০০ টাকার কর বিভ্রান্তি: না বুঝেই প্রতিক্রিয়ায় সয়লাব ফেসবুক!

ফয়জুল করিমকে নয়, খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিলেন ছারছিনা পীর !

বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি: তথ্যমন্ত্রী

করফাঁকি: কূটকৌশল খাটিয়েও নিস্তার পেলেন না ড. ইউনূস

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!

মুরিদদের ভয় দেখিয়ে স্ত্রীদের নির্বাচনী মাঠে নামিয়েছেন চরমোনাই পীর!