দলীয় নেতাকর্মীদের জনপ্রিয়তা যাচাইয়ের উদ্যোগ প্রধানমন্ত্রীর!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৪, রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ২৮ মাঘ ১৪৩০

জনগণের কাছে দলীয় নেতা-কর্মীদের গ্রহণযোগ্যতা যাচাই করার উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই অংশ হিসেবেই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাইরে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছেন দলীয় নেতা-কর্মীরা।

জানা যায়, ১৫ বছর ধরে কারা মানুষের জন্য কতটুকু কাজ করেছে, কারা করেননি তা যাচাই করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ ফেব্রুয়ারি গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আহ্বান জানান তিনি।

এ সময় দলীয় নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘জনগণের কাছে কার গ্রহণযোগ্যতা আছে, কার নেই, সেটা আমরা দেখবো। তবে আমি কোনো ধরনের সংঘাত চাই না। সংঘাতের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী।

Share This Article