নির্বাচনে আসার ইঙ্গিত নজরুল ইসলাম খান'র: এপ্রিলে নির্বাচন করার দাবি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৩৬, বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০
  • সমঝোতার ইঙ্গিত বিএনপির 
  • নির্বাচন পেছানোকে প্রাধান্য দিচ্ছে বিএনপি 
  • এক মাস পর প্রকাশ্যে এলেন নজরুল ইসলাম খান 

আগামী বছরের এপ্রিল মাসের ২৯ তারিখ পর্যন্ত নির্বাচন হতে পারে। সংবিধান অনুযায়ী এতে কোনও বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২৮ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, ‘সংবিধানে বলা আছে—মেয়াদ উত্তীর্ণের আগে যদি কোনও কারণে সংসদ ভেঙে যায়, তাহলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। জানুয়ারির ২৯ তারিখের আগে সংসদ ভেঙে দেওয়া হলে এপ্রিল মাসের ২৯ তারিখ পর্যন্ত নির্বাচন হতে পারে। সময় নেই কথাটা ঠিক না।’

বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, জাতীয় নির্বাচনের আগে বর্তমান সরকারের সঙ্গে সমঝোতা করে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। পর্দার আড়ালে বিদেশি কূটনীতিক ও বিশেষ মহল থেকেও বিএনপির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। তাই সংবিধানের ভেতর থেকে দুই-তিন মাস নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি উঠেছে বিএনপির অন্দর মহলে।  

সরকারের সঙ্গে সমঝোতার ইঙ্গিত হিসেবেই বিএনপি এখন নির্বাচন পেছানোকে প্রাধান্য দিচ্ছে। এরই অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন পেছানোর কথা বলেছেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সমালোচকরা বলছেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। দেশের জনগণ এই অসাংবিধানিক ও অস্বাভাবিক সরকার চায় না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও একইভাবে নির্বাচন হবে। শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বিএনপি। নিজেদের অস্তিত্বের জন্যই বিএনপিকে নির্বাচনে আসতেই হবে বলে মনে করেন তারা।

বিষয়ঃ বিএনপি

Share This Article


চট্রগ্রাম মেডিকেলের অজ্ঞাত লাশকে শিক্ষার্থীদের লাশ বলে চালানোর চেষ্টা!

শিক্ষার্থীদের পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহবান ফখরুলের: পাশে দাঁড়িয়েছে কি বিএনপি?

ঢাকা কলেজের ছাত্রের প্রাণহানি, সারা দেশে নিন্দার ঝড়

শিবির-ছাত্রদলের নির্মমতা: চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেয়া হয় ১৫ ছাত্রলীগ কর্মীকে

আমরা সরকার পতন করেই ঘরে ফিরবো: গাজীপুর থেকে আগত শিবির কর্মী

কোটা আন্দোলনে জামায়াত-শিবির অনুপ্রবেশ, শিক্ষকদের মারধর

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

দুইজন নিহতের অসত্য দাবি যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিবাদ বাংলাদেশের

সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বঘোষিত ‘রাজাকার,’ কেমন মেধাবী তারা?

কোটা আন্দোলনে বিএনপির অর্থায়ন, সারা দেশে শিবিরের শক্ত নেটওয়ার্ক

ঢাবি ক্যাম্পাসে যেভাবে জড়ায় ছাত্রলীগ

'রাজাকার' পরিচয় দিতে একবারও লজ্জা হলো না তাদের