আরও ১২ জিম্মিকে মুক্তি দিল হামাস

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৩৬, বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর কাতারের মধ্যস্থতায় গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। সোমবার ছিল এই চুক্তির শেষ দিন।

গাজায় আটকে রাখা আরও ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) এই তথ্য জানিয়েছে। আইসিআরসি বলেছে, তারা ১২ জন বন্দিকে মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে গাজা থেকে স্থানান্তর করার কাজে সফলভাবে সহায়তা করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের ১০ জন ইসরায়েলি ও দুইজন থাইল্যান্ডের নাগরিক। তারা সবাই ইসরায়েলে পৌঁছেছেন।

অন্যদিকে, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে আরও ৩০ ফিলিস্তিনি বন্দি। 

হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পঞ্চম দফায় এই বন্দি বিনিময় হল।গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের ১৫ নারী ও ১৫ শিশু।

উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর কাতারের মধ্যস্থতায় গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে হামাস ৫০ জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। সোমবার ছিল এই চুক্তির শেষ দিন।

এরপর আরও ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। চুক্তি অনুযায়ী, প্রতিদিন ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি, বিবিসি

Share This Article


ইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার

দেশে দেশে কোটা ব্যবস্থা

আমি মারাও যেতে পারতাম: ট্রাম্প

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ১৪১ ফিলিস্তিনি

প্রাণে বেঁচে ঈশ্বরের কাছে ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশ

যুক্তরাষ্ট্রে চলতি বছর ৩০২ বন্দুক হামলার ঘটনা

গাজায় গণহত্যার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্র দায়ী: মাহমুদ আব্বাস

ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে: এফবিআই

পশ্চিমের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইংরেজির বিস্তার উত্তর কোরিয়ায়

হামলার ঘটনায় বাইডেনকেই দায়ী করছেন ট্রাম্পের সমর্থকরা

আমেরিকায় এমন সহিংসতার স্থান নেই, এটা ক্ষমা করা যায় না: বাইডেন

ডান কানে গুলিবিদ্ধ ট্রাম্প