তারিখ পেছানোর দাবি: নির্বাচনে আসতে আগ্রহী বিএনপি!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০১, রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ১১ অগ্রহায়ণ ১৪৩০

বৈঠকে বিএনপির পক্ষে নির্বাচনে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন রুমিন। মার্কিন কর্মকর্তারাও বৈঠকে বিএনপিকে নির্বাচনে আসতে ও বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণেও রুমিন ফারহানাকে আশ্বস্ত করেন।

বিএনপির জোটসঙ্গী ৩৪ দলের মধ্যে ১৮ দল দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটে আসার ঘোষণা দিয়েছে। বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতও ভিন্ন কৌশলে ভোটে আসছে। একই পথে হাঁটছে ‘নাগরিক ঐক্য’ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-‘জেএসডি’। ভোটের বাইরে থেকে দিনদিন একঘরে হয়ে পড়েছে বিএনপি। তাই নির্বাচনের তারিখ পেছানোর শর্তে নির্বাচনী সংলাপে আসার ইচ্ছে প্রকাশ করেছে দলটি।

গত ২৩ নভেম্বর বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানার সঙ্গে মার্কিন দূতাবাসের দুইজন কর্মকর্তার বৈঠক হয়। বৈঠকে বিএনপির পক্ষে নির্বাচনে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন রুমিন। মার্কিন কর্মকর্তারাও বৈঠকে বিএনপিকে নির্বাচনে আসতে ও বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণেও রুমিন ফারহানাকে আশ্বস্ত করেন।

সূত্রমতে, মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে, বিএনপি বর্তমান সরকারের অধীনে নিঃশর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করুক। এরপর কোনো সমস্যা হলে কঠোরভাবে দেখা হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত যেন হয়, সেটি পশ্চিমা দেশগুলো তদারকি করবে। কোনো কারচুপি বা বল প্রয়োগ করা হলে অভিযোগকারীর বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞসহ আরও জটিল নিষেজ্ঞা অপেক্ষা করছে বলেও আশ্বস্ত করা হয়। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রকে সামনে রেখেই নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

এদিকে এমন নাটকীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে আসে সেক্ষেত্রে তফসিল পেছানোর সুযোগ আছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। দেশের জনগণ চায় শতভাগ রাজনৈতিক দল ভোটে অংশ নিক। এখন বিএনপির কাছ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসলে তবেই নির্বাচনের তারিখও পরিবর্তন করবে ইসি।  

উল্লেখ্য, ভোট গ্রহণের ৫২ দিন আগে গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করেছে ইসি। আগামী ৭ জানুয়ারি দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Share This Article


চট্রগ্রাম মেডিকেলের অজ্ঞাত লাশকে শিক্ষার্থীদের লাশ বলে চালানোর চেষ্টা!

শিক্ষার্থীদের পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহবান ফখরুলের: পাশে দাঁড়িয়েছে কি বিএনপি?

ঢাকা কলেজের ছাত্রের প্রাণহানি, সারা দেশে নিন্দার ঝড়

শিবির-ছাত্রদলের নির্মমতা: চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেয়া হয় ১৫ ছাত্রলীগ কর্মীকে

আমরা সরকার পতন করেই ঘরে ফিরবো: গাজীপুর থেকে আগত শিবির কর্মী

কোটা আন্দোলনে জামায়াত-শিবির অনুপ্রবেশ, শিক্ষকদের মারধর

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

দুইজন নিহতের অসত্য দাবি যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিবাদ বাংলাদেশের

সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বঘোষিত ‘রাজাকার,’ কেমন মেধাবী তারা?

কোটা আন্দোলনে বিএনপির অর্থায়ন, সারা দেশে শিবিরের শক্ত নেটওয়ার্ক

ঢাবি ক্যাম্পাসে যেভাবে জড়ায় ছাত্রলীগ

'রাজাকার' পরিচয় দিতে একবারও লজ্জা হলো না তাদের