দেশে কাদের বাকস্বাধীনতা নেই!

বিরোধী দলের প্রতিটি নেতা-নেত্রী টক শোতে সরব, পত্রপত্রিকায় ছাপা হচ্ছে ইন্টারভিউ। বিবৃতি দেয়া থেকে শুরু করে সভা-সমাবেশ করছেন ও প্রতিনিয়ত যাচ্ছেন কূটনীতিকপাড়ায়ও
নতুন সাইবার নিরাপত্তা আইন বাকস্বাধীনতা খর্বের ঝুঁকি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। ১৪ সেপ্টেম্বর এক সংবাদ বিবৃতিতে এ অভিযোগ করে টিআইবি।
কিন্তু টিআইবির বিবৃতি এমন সময় এলো যখন বিএনপি- জামায়াতসহ সকল বিরোধীদল পুরোদমে রাজনৈতিক কর্মসূচি পালন করছে।
কিন্তু টিআইবি বলছে ভিন্ন কথা, যা একসময় বিএনপি করতো,কিন্তু এখন করেনা। প্রশ্ন হচ্ছে, কথা বলার অধিকার কোথায় হরণ হচ্ছে?
বিরোধী দলের প্রতিটি নেতা-নেত্রী টক শোতে সরব, পত্রপত্রিকায় ছাপা হচ্ছে ইন্টারভিউ। বিবৃতি দেয়া থেকে শুরু করে সভা-সমাবেশ করছেন ও প্রতিনিয়ত যাচ্ছেন কূটনীতিকপাড়ায়ও।
এরপরও বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে টিআইবি, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন সমালোচকরা।