ইউনুসের বিরুদ্ধে বরিশালে শ্রমিকদের মানববন্ধন!

দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে দেশে-বিদেশে অপপ্রচার ও শ্রমিকদের অর্থ আত্মসাতের প্রতিবাদে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিক লীগ। ১৩ সেপ্টেম্বর দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ড. ইউনূসের বিরুদ্ধে নোবেল প্রাইজের রাজস্ব না দেয়া, শ্রমিকদের সাথে প্রতারণা, করফাঁকি, যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত করার অপচেষ্টা, উন্নয়নে বাঁধা দেয়া, ১/১১ এ অবৈধভাবে নিজে সরকার গঠন করার প্রচেষ্টা, দেশে ইসলাম বিরোধী সুদের ব্যবসার প্রচলন এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তোলেন বক্তারা।
উল্লেখ্য ২০২৩ সালের অগস্ট মাসে গ্রামীণ টেলিকমের ১৮ জন কর্মচারী তার বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করেন । মামলায় উল্লেখ করা হয়, ড. ইউনূস শ্রমিকদের পাওনা পরিশোধ করেননি। কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ হিসাবে গ্রামীণ টেলিকমের কাছে ২২ কোটি টাকা পাওনা আছেন ওই শ্রমিকরা। মামলার বাদী ১৭ জন অবসরে এবং একজন এখনো গ্রামীণ ফোনে কর্মরত আছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ড. মুহাম্মদ ইউনূস প্রতারণা করে আমাদের অর্থ হাতিয়ে নিয়েছে। এখন নিজের অপকর্ম ঢাকতে দেশ ও সরকারের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে।
সমালোচকরা বলছেন, ড.ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ হওয়া দেশের জন্য লজ্জাজনক। ড. ইউনূনের উচিত ছিল শ্রমিকের পাওনা ও রাজস্ব পরিশোধ করা। কিন্তু অর্থ লোভে তিনি নিজের সম্মান নিজেই নষ্ট করছেন।