ইউনুসের বিরুদ্ধে বরিশালে শ্রমিকদের মানববন্ধন!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৩২, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩১ ভাদ্র ১৪৩০

দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে দেশে-বিদেশে অপপ্রচার ও শ্রমিকদের অর্থ আত্মসাতের প্রতিবাদে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিক লীগ। ১৩ সেপ্টেম্বর দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ড. ইউনূসের বিরুদ্ধে নোবেল প্রাইজের রাজস্ব না দেয়া, শ্রমিকদের সাথে প্রতারণা, করফাঁকি, যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত করার অপচেষ্টা, উন্নয়নে বাঁধা দেয়া, ১/১১ এ অবৈধভাবে নিজে সরকার গঠন করার প্রচেষ্টা, দেশে ইসলাম বিরোধী সুদের ব্যবসার প্রচলন এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তোলেন বক্তারা।

উল্লেখ্য ২০২৩ সালের অগস্ট মাসে গ্রামীণ টেলিকমের ১৮ জন কর্মচারী তার বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করেন । মামলায় উল্লেখ করা হয়, ড. ইউনূস শ্রমিকদের পাওনা পরিশোধ করেননি। কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ হিসাবে গ্রামীণ টেলিকমের কাছে ২২ কোটি টাকা পাওনা আছেন ওই শ্রমিকরা। মামলার বাদী ১৭ জন অবসরে এবং একজন এখনো গ্রামীণ ফোনে কর্মরত আছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ড. মুহাম্মদ ইউনূস প্রতারণা করে আমাদের অর্থ হাতিয়ে নিয়েছে। এখন নিজের অপকর্ম ঢাকতে দেশ ও সরকারের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে।

সমালোচকরা বলছেন, ড.ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ হওয়া দেশের জন্য লজ্জাজনক। ড. ইউনূনের উচিত ছিল শ্রমিকের পাওনা ও রাজস্ব পরিশোধ করা। কিন্তু অর্থ লোভে তিনি নিজের সম্মান নিজেই নষ্ট করছেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


চট্রগ্রাম মেডিকেলের অজ্ঞাত লাশকে শিক্ষার্থীদের লাশ বলে চালানোর চেষ্টা!

শিক্ষার্থীদের পাশে দেশবাসীকে দাঁড়ানোর আহবান ফখরুলের: পাশে দাঁড়িয়েছে কি বিএনপি?

ঢাকা কলেজের ছাত্রের প্রাণহানি, সারা দেশে নিন্দার ঝড়

শিবির-ছাত্রদলের নির্মমতা: চট্টগ্রামে ছাদ থেকে ফেলে দেয়া হয় ১৫ ছাত্রলীগ কর্মীকে

আমরা সরকার পতন করেই ঘরে ফিরবো: গাজীপুর থেকে আগত শিবির কর্মী

কোটা আন্দোলনে জামায়াত-শিবির অনুপ্রবেশ, শিক্ষকদের মারধর

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

দুইজন নিহতের অসত্য দাবি যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিবাদ বাংলাদেশের

সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বঘোষিত ‘রাজাকার,’ কেমন মেধাবী তারা?

কোটা আন্দোলনে বিএনপির অর্থায়ন, সারা দেশে শিবিরের শক্ত নেটওয়ার্ক

ঢাবি ক্যাম্পাসে যেভাবে জড়ায় ছাত্রলীগ

'রাজাকার' পরিচয় দিতে একবারও লজ্জা হলো না তাদের