ইউনুসের বিরুদ্ধে বরিশালে শ্রমিকদের মানববন্ধন!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৩২, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩১ ভাদ্র ১৪৩০

দেশে প্রচলিত আইনের বিরুদ্ধে দেশে-বিদেশে অপপ্রচার ও শ্রমিকদের অর্থ আত্মসাতের প্রতিবাদে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শ্রমিক লীগ। ১৩ সেপ্টেম্বর দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ড. ইউনূসের বিরুদ্ধে নোবেল প্রাইজের রাজস্ব না দেয়া, শ্রমিকদের সাথে প্রতারণা, করফাঁকি, যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত করার অপচেষ্টা, উন্নয়নে বাঁধা দেয়া, ১/১১ এ অবৈধভাবে নিজে সরকার গঠন করার প্রচেষ্টা, দেশে ইসলাম বিরোধী সুদের ব্যবসার প্রচলন এবং আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তোলেন বক্তারা।

উল্লেখ্য ২০২৩ সালের অগস্ট মাসে গ্রামীণ টেলিকমের ১৮ জন কর্মচারী তার বিরুদ্ধে ১৮টি মামলা দায়ের করেন । মামলায় উল্লেখ করা হয়, ড. ইউনূস শ্রমিকদের পাওনা পরিশোধ করেননি। কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ হিসাবে গ্রামীণ টেলিকমের কাছে ২২ কোটি টাকা পাওনা আছেন ওই শ্রমিকরা। মামলার বাদী ১৭ জন অবসরে এবং একজন এখনো গ্রামীণ ফোনে কর্মরত আছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ড. মুহাম্মদ ইউনূস প্রতারণা করে আমাদের অর্থ হাতিয়ে নিয়েছে। এখন নিজের অপকর্ম ঢাকতে দেশ ও সরকারের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে।

সমালোচকরা বলছেন, ড.ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ হওয়া দেশের জন্য লজ্জাজনক। ড. ইউনূনের উচিত ছিল শ্রমিকের পাওনা ও রাজস্ব পরিশোধ করা। কিন্তু অর্থ লোভে তিনি নিজের সম্মান নিজেই নষ্ট করছেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


একহাজার কোটি টাকা ছাড়ালো পদ্মা সেতুর টোল!

ইউনুস ইস্যুতে 'অ্যামনেস্টি' কেন শ্রম আইনকে শ্রমিক অধিকার রক্ষার হাতিয়ার মনে করেনা?

বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড বিভ্রান্তিমূলক প্রচারণা: ইইউ রিপোর্টার

‘তৃণমূল বিএনপি’: নতুন আতঙ্কে ‘আসল বিএনপি’

বেগমজিয়ার অসুস্থতা নিয়ে চূড়ান্ত স্বার্থ আদায় করতে চাইছে বিএনপি!

‘কাঁধে কাঁধ’ মিলিয়ে সংকট মোকাবিলার প্রত্যয় মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া’র!

বাইডেনের নৈশভোজে শেখ হাসিনা : নাটকীয় কিছু ঘটবে কি?

বিএনপির লাগাতার অবরোধ কর্মসূচী: নতুন শঙ্কায় ঢাকাবাসী

ড. ইউনূসের নোবেল অবৈধ: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ!

বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে রেজা কিবরিয়ার কটূক্তি : নিন্দার ঝড়

‘তারুণ্যের রোডমার্চ’ নামেও বিএনপির আগুন-সন্ত্রাস!

পুনরায় ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: কৌশল পরিবর্তন জামায়াতের!