এবার লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ রাত ০৮:৫৯, শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১৫ শ্রাবণ ১৪২৯

রাশিয়ার রাষ্ট্রীয় গ্যাস সরবরাহকারী কোম্পানি গাজপ্রম লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। দেশটির বিপক্ষে গ্যাস কেনার শর্ত ভাঙার অভিযোগ করেছে রুশ কোম্পানিটি।
প্রাকৃতিক গ্যাসের জন্য প্রতিবেশী রাশিয়ার ওপর অনেকটাই নির্ভরশীল লাটভিয়া। ২৬ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে।
সম্প্রতি ইউরোপের অবন্ধুসুলভ দেশগুলোর জন্য রুবলে গ্যাস কেনার শর্ত আরোপ করে রাশিয়া। তবে ইউরোপীয় ইউনিয়ন এই প্রস্তাব সরাসরি নাকচ করে।
এর আগে লাটভিয়া জানিয়েছিল, তারা রাশিয়া থেকে গ্যাস কিনলেও রুবল নয় ইউরোতেই মূল্য পরিশোধ করছে। আগামী বছর নাগাদ রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার পরিকল্পনাও করছে লাটভিয়া।