প্রধানমন্ত্রীর নির্দেশে বেঁচে গেল ৩৪২২ একর জমি!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০২, শনিবার, ৩০ জুলাই, ২০২২, ১৫ শ্রাবণ ১৪২৯

ময়মনসিংহ নতুন বিভাগীয় শহরের জন্য ৪ হাজার ৩৬৭ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মাত্র ৯৪৫ একর জমি অধিগ্রহণের নির্দেশ দেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে বেঁচে গেল ৩৪২২ একর জমি।

 

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সদর দফতর ও নতুন বিভাগীয় শহর স্থাপনের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৪ কোটি ৮০ লাখ ৬৩ হাজার টাকা।

সংশ্লিষ্টরা বলেন, চলতি বছরের ৩ মার্চ প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় সুপারিশগুলো প্রতিপালন করায় প্রকল্পটি একনেকে আগামী বৈঠকে উপস্থাপন করা হবে।  অনুমোদন পেলে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪টি জেলা জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এ বিভাগের আয়তন ১০ হাজার ৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার জন।

Share This Article