ভারত-বধের একমাত্র নায়ক পিয়াস আহমেদ নোভা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৯, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১৩ শ্রাবণ ১৪২৯

স্পোর্টস ডেস্ক 

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেছেন কুষ্টিয়ার কিশোর পিয়াস আহমেদ নোভা।  ভারত-বধের একমাত্র নায়ক লাল-সবুজ দলের এ ফরোয়ার্ড।

ভারতের বিপক্ষে গোল করবে পিয়াস, ম্যাচের আগে এমন আশা করেছিলেন— এ ফরোয়ার্ডের বড় ভাই।  পিয়াস সে আশা পূরণ করেছেন।

 

সেই কথা জানিয়ে ভারতকে হারানোর নায়ক পিয়াস গণমাধ্যমকে বলেছেন, ‘আশা ছিল ভারতের বিপক্ষে গোল করব। সেটি পেরেছি। এ জন্য আমি খুশি। ম্যাচের আগে ফোন করে আমার ভাই বলেছিলেন, ভারত অনেক বড় দেশ। ওদের একটি প্রদেশের সমান আমরা। ভারতের বিপক্ষে তোমাকে গোল করতে হবে। আমি ভাইয়ের আশাও পূরণ করতে পেরেছি।’

এ ফরোয়ার্ড আরও বলেন, ‘ম্যাচে নামলে চেষ্টা করি গোল করতে। এর আগের ম্যাচে গোল পাইনি। ইচ্ছে ছিল ভারতের বিপক্ষে গোল করার। গোল পেয়ে অনেক ভালো লাগছে।’

ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৩০তম মিনিটে ইমরান খানের লম্বা পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের প্লেসিংয়ে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ। পরের মিনিটেই গুরকিরাত সিংয়ের হেডে সমতায় ফেরে ভারত।

প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করে পিয়াস। ২-১ গোলে এগিয়ে থাকাটা ধরে রেখে ম্যাচ শেষে উল্লাসে ফেটে পড়েন লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের এটি টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ১-০ গোলে শ্রীলংকাকে হারিয়েছিলেন পল স্মলির শিষ্যরা।

Share This Article


আফ্রিদির বিষয়ে কঠোর পিসিবি, খেলাবে না বাংলাদেশ সিরিজে

শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

এনজোর গোল ‘কেড়ে নিয়ে’ যা বললেন মেসি

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি অপ্রতিরোধ্য কলম্বিয়া

কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকা ব্যর্থতায় ছাঁটাই প্যারাগুয়ে কোচ

দেশে আন্তর্জাতিক মানের ২০-২৫ জনের বাইরে ক্রিকেটার নেই: সাইফুদ্দিন

বিশ্বকাপ জয়ের পরের ম্যাচেই রাজাদের কাছে ভারতের আত্মসমর্পণ

দাবার কোর্টেই হার্ট অ্যাটাক, মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

এমি মার্টিনেজের বীরত্বে সেমিতে আর্জেন্টিনা

টি-২০ অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন

কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষায় ব্রাজিল