ভারত-বধের একমাত্র নায়ক পিয়াস আহমেদ নোভা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৯, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১৩ শ্রাবণ ১৪২৯

স্পোর্টস ডেস্ক 

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের পক্ষে দুটি গোলই করেছেন কুষ্টিয়ার কিশোর পিয়াস আহমেদ নোভা।  ভারত-বধের একমাত্র নায়ক লাল-সবুজ দলের এ ফরোয়ার্ড।

ভারতের বিপক্ষে গোল করবে পিয়াস, ম্যাচের আগে এমন আশা করেছিলেন— এ ফরোয়ার্ডের বড় ভাই।  পিয়াস সে আশা পূরণ করেছেন।

 

সেই কথা জানিয়ে ভারতকে হারানোর নায়ক পিয়াস গণমাধ্যমকে বলেছেন, ‘আশা ছিল ভারতের বিপক্ষে গোল করব। সেটি পেরেছি। এ জন্য আমি খুশি। ম্যাচের আগে ফোন করে আমার ভাই বলেছিলেন, ভারত অনেক বড় দেশ। ওদের একটি প্রদেশের সমান আমরা। ভারতের বিপক্ষে তোমাকে গোল করতে হবে। আমি ভাইয়ের আশাও পূরণ করতে পেরেছি।’

এ ফরোয়ার্ড আরও বলেন, ‘ম্যাচে নামলে চেষ্টা করি গোল করতে। এর আগের ম্যাচে গোল পাইনি। ইচ্ছে ছিল ভারতের বিপক্ষে গোল করার। গোল পেয়ে অনেক ভালো লাগছে।’

ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৩০তম মিনিটে ইমরান খানের লম্বা পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের প্লেসিংয়ে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ। পরের মিনিটেই গুরকিরাত সিংয়ের হেডে সমতায় ফেরে ভারত।

প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করে পিয়াস। ২-১ গোলে এগিয়ে থাকাটা ধরে রেখে ম্যাচ শেষে উল্লাসে ফেটে পড়েন লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের এটি টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে ১-০ গোলে শ্রীলংকাকে হারিয়েছিলেন পল স্মলির শিষ্যরা।

Share This Article

কৃত্রিম বুদ্ধিমত্তার বিরূপ প্রভাব ঠেকাতে আসছে আইন : প্রতিমন্ত্রী

সব ধরনের জঙ্গি-সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে: আইজিপি

ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন

জয় আমার হাতে চুমু দিয়েছে, সিনিয়র না হলে থাপড়াতাম: মিষ্টি

‘ফিরে এসেছিলাম বলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পেরেছি’

‘সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে’

বিএনপি পাকিস্তানের দোসর হয়ে জনগণকে শোষণ করত: আইনমন্ত্রী

সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, তিনে মেসি

অবশেষে জানা গেল নরেন্দ্র মোদি কেন সংবাদ সম্মেলন করেন না

ডোনাল্ড লু'র যে বক্তব্যে কপালে চোখ সরকারবিরোধীদের!