১৫ আগস্ট ভয়াবহ সাইবার হামলার হুমকি: নিরাপত্তায় যা করতে হবে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:১০, শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ২১ শ্রাবণ ১৪৩০

বাংলাদেশের সাইবার জগতের ওপর হামলার হুমকি দিয়েছে হ্যাকারদের একটি দল। সম্ভাব্য হামলার তারিখ হিসেবে ১৫ আগস্টের কথা উল্লেখ করেছে তারা। 

এর পরিপ্রেক্ষিতে সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) থেকে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের সাইবার হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে বলে জানায় রেসপন্স টিমটি।

'বিজিডি ই-গভ:'₹ সার্ট প্রকল্প'র পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, গত ৩১ জুলাই একটি হ্যাকার দল জানিয়েছে ১৫ আগস্ট বাংলাদেশের সাইবার জগতে তারা হামলা করবে।  এর পরিপ্রেক্ষিতে 'বিজিডি ই-গভ' সার্ট' সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ সব ধরনের সরকারি ও বেসরকারি সংস্থাকে সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে পরামর্শ দিয়েছে।

সূত্রমতে, হুমকিদাতারা নিজেদের ভারতীয় হ্যাকার গোষ্ঠী বলে দাবি করেছে। তারা বাংলাদেশ ও পাকিস্তানকে হামলার লক্ষ্য বানিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিডি ই-গভ: সার্ট।


নিরাপত্তায় যা করতে হবে:

*২৪ ঘণ্টা বিশেষ করে অফিস সূচির বাইরের সময়ে নেটওয়ার্ক অবকাঠামোতে নজরদারি রাখা এবং কেউ তথ্য সরিয়ে নিচ্ছে কি না, তা খেয়াল রাখা।  

*ইনকামিং এইচটিটিপি/এইচটিটিপিএস ট্রাফিক বিশ্লেষণের জন্য ফায়ারওয়াল স্থাপন এবং ক্ষতিকারক অনুরোধ এবং ট্রাফিক প্যাটার্ন ফিল্টার করা।  

*ডিএনএস, এনটিপি এবং নেটওয়ার্ক মিডলবক্সের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সুরক্ষিত রাখা। ব্যবহারকারীদের ইনপুট যাচাই করা।  

*ওয়েবসাইটের ব্যাকআপ রাখা।  

*এসএসএল/টিএলএস এনক্রিপশনসহ ওয়েবসাইটে এইচটিটিপিএস প্রয়োগ করা।  

*আর সন্দেহজনক কোনও কিছু নজরে এলে 'বিজিডি ই-গভ: সার্টকে' জানানোর অনুরোধ করা হয়েছে।

*বিজিডি ই-গভ সার্টের ই-মেইল ঠিকানা [email protected]
 

Share This Article


বাংলাদেশ-জার্মানির মধ্যে দু’টি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

দেশকে অস্থিতিশীল করতে বিএনপি অটল: কৃষিমন্ত্রী

৯ মাসের শিশু রিট করে ইতিহাস সৃষ্টি করেছে: হাইকোর্ট

দুর্যোগের ঝুঁকি হ্রাসে সরকারের পদক্ষেপ বাস্তবায়ন করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রয়োজনে আরো ডিম আমদানি করা হবে: বাণিজ্য সচিব

সরকার মোবাইল ডেটার দাম নির্ধারণ করে দেবে: টেলিযোগাযোগমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

আদিলুরের সাজায় উদ্বেগ: বিচারিক আদালতের স্বাধীনতায় হস্তক্ষেপ!

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় কানাডা সিনেটের সালমা আতাউল্লাজান

খেলাধুলার মানোন্নয়নে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর