ইউরিয়া সার

উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে, চ্যালেঞ্জ গ্যাসে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:১৪, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১৩ শ্রাবণ ১৪২৯

দেলওয়ার হোসেন
   

ইউরিয়া সার উৎপাদনে দেশের কারখানাগুলো হাঁটছে সক্ষমতার পথে। গ্যাস সংকটে পড়ে সাম্প্রতিক সময়ে বন্ধ আছে দুটি কারখানা। দেশের অন্য দুটি সার কারখানা সচল থাকা, পাশাপাশি মজুত সার দিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন খাত-সংশ্নিষ্টরা। উৎপাদন আরও বাড়াতে কারখানাগুলো সংস্কার করছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। তবে গ্যাস সংকটের গ্যাঁড়াকলে পড়ে উৎপাদন না বাড়লে আগের মতোই বেশি দামে সার আমদানি করতে হবে। গেল এক বছরে আন্তর্জাতিক বাজারে সারের দাম প্রায় তিনগুণ বেড়েছে। এ পরিস্থিতিতে দেশীয় কারখানায় সার উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

জানা যায়, এনার্জি রেগুলেটরি কমিশন গত ১ জুন থেকে সার খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দর ৪ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ১৬ টাকা করেছে। এতে প্রতি টন সার উৎপাদনে খরচ বেড়েছে ১৯ হাজার ৫৯১ কোটি টাকা।

গত জুনে জামালপুরের যমুনা ফার্টিলাইজার কারখানায় (জেএফসিএল) ২ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৬৫৪ ঘনমিটার গ্যাস ব্যবহূত হয়েছে। এ জন্য ৩০ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ১০৪ টাকা অতিরিক্ত বিল গুনতে হবে। গ্যাসের দর বাড়ায় অতিরিক্ত টাকা সরকার পরিশোধ না করলে কারখানাগুলো চালু রাখা কঠিন হবে।


বিসিআইসির তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর সাড়ে ২৬ লাখ টন ইউরিয়া সারের প্রয়োজন হয়। এর মধ্যে চারটি সার কারখানা থেকে প্রতিবছর ১০ লাখ টন উৎপাদন হচ্ছে। পাশাপাশি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ৬ লাখ টন সার মিলছে। আগামী বছরের নভেম্বরের মধ্যে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কারখানাটি নতুন করে চালু হলে এতে আরও ৯ লাখ ২৪ হাজার টন সার উৎপাদন বাড়বে। পুরাতন সার কারখানাগুলো সংস্কার করায় ৫ থেকে ৬ লাখ টন সারের উৎপাদন বাড়বে। এতে চাহিদার পুরো ইউরিয়া সার দেশেই উৎপাদন করা যাবে।



বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক এ কে এম এ কাদের সমকালকে বলেন, চাহিদার পুরো ইউরিয়া সার উৎপাদনে দেশের নিজস্ব সক্ষমতা রয়েছে। তবে আরও উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা বিশেষজ্ঞদের মতামত সেভাবে নিতে চান না।

জানা যায়, ২০২১-২২ অর্থবছরে প্রতি কেজি ইউরিয়া সার উৎপাদনে খরচ হয়েছে ১৯ টাকা। অথচ আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি সার ৭০ থেকে ৮০ টাকা দরে কেনা হয়েছে। এতে গত অর্থবছরে শুধু ইউরিয়া সার আমদানি বাবদ খরচ হয়েছে ৯ হাজার ৭৪৫ কোটি টাকা। প্রতি কেজি সার উৎপাদনে ১৯ টাকা খরচ হলেও কৃষক কিনতে পারছেন ১৪ টাকায়। উৎপাদন খরচের চেয়ে কম দামে সার সরবরাহ করতে গিয়ে বছরে গড়ে ৫০০ কোটি টাকা লোকসান গুনছে বিসিআইসি। সংস্থাটি লোকসানের এই টাকা সরকারের কাছ থেকে পাচ্ছে না। তবে সারের দাম বাড়নো হবে কিনা- এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তবে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে কৃষকের কাছে বেশি দামে বিক্রি করছে সার। সারাদেশ থেকে এ ধরনের অভিযোগও পাওয়া গেছে। রংপুর, নওগাঁ, রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ অধিকাংশ জেলায় ১৪ টাকার ইউরিয়া সার ২০ টাকায় বিক্রি হচ্ছে।

বিসিআইসির চেয়ারম্যান শাহ্‌ মো. ইমদাদুল হক বলেন, কয়েক বছরের তুলনায় ইউরিয়া সারের উৎপাদন অনেক বেড়েছে। ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালুর পর সার আমদানি করতে হবে না। দেশে সারের ভবিষ্যৎ অনেক ভালো। এর পরও সরকার সার উৎপাদনে কোনো খরচ দিচ্ছে না। এর মধ্যে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। সরকার টাকা না দিলে গ্যাসের দাম দেওয়া সম্ভব হবে না।

কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, পর্যাপ্ত সার ব্যবহারের ফলে ২০২০-২১ সালে দেশে মোট দানাদার শস্য উৎপাদন হয়েছে ৪৫৫.৫ লাখ টন। এর মধ্যে চাল, গম, ভুট্টা, আলু, ডাল, পেঁয়াজ ও পাটের মতো ফসল রয়েছে। ইউরিয়া সার গাছের বর্ধন শক্তি বাড়ায়। টিএসপি ও ডিএপি গাছের কা শক্তিশালী করে ফসল উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে দেয়। এমওপি গাছের দৃঢ়তা বাড়িয়ে তোলে।

সংশ্নিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সার বেশি দামে কিনতে বাধ্য হওয়ায় গত অর্থবছরে সারের পেছনে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় সরকার। এক বছর আগে আন্তর্জাতিক বাজার থেকে এক টন ইউরিয়া সার ৫০০ ডলারে কিনলেও এখন সেটি ৮০০ ডলার ছাড়িয়ে গেছে। টিএসপি সারের দাম ২০০-৩০০ ডলার থাকলেও সেটি বেড়ে ৬০০-৭০০ ডলারে বিক্রি হচ্ছে। ফলে সরকারকে বেশি দামেই সার কিনতে হচ্ছে। আবার করোনার কারণে এই শিল্পও চাপের মুখে পড়েছে। অনেক দেশ নিজেদের উৎপাদন বাড়াতে সার রপ্তানিতে বিধিনিষেধ দিয়ে রেখেছে। চীন বিশ্বের ডিএপি সারের প্রধান রপ্তানিকারক হলেও দেশটি এই সারের রপ্তানিতে এ বছর নিষেধাজ্ঞা জারি করেছে। এ পরিস্থিতিতে ইউরিয়া সারের উৎপাদন দেশে বাড়ানো গেলে ঝুঁকি কমবে।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সমকালকে বলেন, 'আমদানির চেয়ে উৎপাদিত সারের দাম অনেক কম। তবে গ্যাস সংকটের কারণে সার কারখানাগুলো চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। সবকিছু নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর। এসব নিয়ে সরকার অনিশ্চয়তায় রয়েছে।' তিনি বলেন, 'সার কারখানার বাড়তি গ্যাসের দাম পরিশোধের ব্যাপারে অর্থ, শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।'

কৃষিমন্ত্রী আরও বলেন, 'টিএসপি, এমওপি ও ডিএপি সারের যে মজুত আছে, তাতে আগামী বোরো মৌসুম পর্যন্ত কোনো সমস্যা হবে না। সরকারের ত্বরিত পদক্ষেপে বিকল্প উৎস কানাডা থেকে সার আনা সম্ভব হচ্ছে। চলমান পরিস্থিতি আগামী দুই মাসের মধ্যে ঠিক হলে সবকিছু স্বাভাবিক করা সম্ভব।'

মজুত আছে ৭ লাখ টন সার :চলমান গ্যাস সংকটের মধ্যেও গত মঙ্গলবার পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার ৪৮১ টন সার মজুত আছে। দেশের বৃহৎ কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সংকটে বন্ধ হয়ে গেলেও মজুত সার দিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটানো যাবে। আসছে আমন মৌসুমে সার পেতে সমস্যা হবে না বলে জানিয়েছেন সংশ্নিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব রিয়াজ উদ্দীন আহমেদ বলেন, 'আমাদের জমি সীমিত। সারের ব্যবহারের কারণেই জনসংখ্যার সঙ্গে মিল রেখে আমাদের উৎপাদন বেড়েছে, দেশের খাদ্যের চাহিদার বেশিরভাগ দেশেই হচ্ছে। ফলে সার ব্যবহার রাতারাতি বন্ধ করে দিলে সেটা ফসল উৎপাদনের ওপর মারাত্মক প্রভাব ফেলবে।'

সমকাল

Share This Article

আমন্ত্রিত সাংবাদিকদের পিটিয়ে বিএনপি বিএনপির গণতন্ত্র চর্চা!

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে জনগণ: কামরুল ইসলাম

প্রথম আলো’র অসত্য সংবাদ পরিবেশন : এডিটরস গিল্ড ও ঢাবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা

৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি পাকিস্তানে

শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শামসুজ্জামান : পররাষ্ট্র মন্ত্রণালয়

বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে গণতন্ত্র মঞ্চের

‘শহরের ভেতরে নৌপথ যোগাযোগ উপযোগী হলে সড়কে যানজট কমবে’

নেদারল্যান্ডসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

সোনার দাম ফের বাড়ল, ভরি লাখ ছুঁই ছুঁই

বাংলাদেশ মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

শিশুর হাতে ১০ টাকা দিয়ে নিজের মতো খবর সাজিয়েছেন প্রথম আলোর সাংবাদিক

রাজনীতিতে উল্টো হাওয়া, বিএনপি এখন ভারতমুখী !

শওকত মাহমুদের পথে আছেন বিএনপির আরও অনেক রাঘববোয়াল!

প্রবাসে ভিপি নুরের জমজমাট ‘পদ বাণিজ্য’ ও ফান্ড কালেকশন!

বিএনপির ভোট বর্জনের তিক্ত ইতিহাস : দ্বাদশ নির্বাচন আদৌ বর্জন করবে কি দলটি?

গুরুত্ব বেড়েছে বাংলাদেশের, নির্বাচনেও পাশে থাকতে চায় ৩ 'সুপার পাওয়ার' দেশ

ভারতের পাতানো ফাঁদে বিএনপি!

যে কোন পদক্ষেপ নিতে নির্ভীক শেখ হাসিনা ক্ষমতায় আসবেন চতুর্থ মেয়াদে : ব্লুমবার্গ

ভারত ইস্যুতে বিভক্ত বিএনপির নীতি নির্ধারকরা

প্রথম আলোর 'মিস ইনফরমেশন':ভুল স্বীকার যথেষ্ট কি?


বাংলাদেশের সঙ্গে ইইউর বন্ধুত্বপূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার

শেখ হাসিনা ও বাংলাদেশের প্রশংসায় মার্কিন প্রতিনিধি পরিষদ

মেজর জেনারেল (অব.) গগনজিৎ সিং

১০ ট্রাক অস্ত্রের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান: গগনজিৎ সিং

প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি স্বাধীনতাকে হেয় করার শামিল: এডিটরস গিল্ড

১০ দিন আগেই মিলবে ট্রেনের টিকিট, বিক্রি শুরু আজ

প্রধানমন্ত্রীর জায়নামাজে বসে আলোচনার ছবি ভাসছে প্রশংসায়

ড. মোমেনকে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

ঢাকা থেকে সরাসরি মিশরে ফ্লাইট শুরু ১৪ মে

অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের নাক গলানো ঠিক নয়: তথ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে জনগণ খুশি: স্বাস্থ্যমন্ত্রী

দাম কমেছে ডিমের, সবজিতেও স্বস্তি

সবার কাছে পুষ্টিকর ইলিশ পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী