ইচ্ছাকৃত অসুস্থতা ফখরুলের, অভিযোগ নেতাকর্মীদের

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫৫, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১৩ শ্রাবণ ১৪২৯

কাউন্সিলে কোনো ধরনের সহায়তা না দেয়া এবং অংশ না নেয়ার দাবিতে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উত্তরার বাসভবনের সামনে মধ্যরাতে অবস্থান নিয়েছিলেন শ’ খানেক নেতাকর্মী।

বুধবার (২৭ জুলাই) হঠাৎ করেই অসুস্থতার কারণে মহানগর দক্ষিণ কমিটির কাউন্সিল সভায় যোগ দিতে পারছেন না তিনি। এ নিয়ে দলে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, নেতাকমীদের দাবি পূরণে অসুস্থতার অজুহাত দেখিয়ে ইচ্ছা করেই সভায় যাননি ফখরুল।


 

মিজা ফখরুলের অসুস্থতার বিষয়ে জানতে চাইলে তার একান্ত সহকারী ইউনুস আলী ভোরের কাগজকে বলেন, স্যারের শরীর কয়েকদিন ধরেই বেশ খারাপ যাচ্ছে। তাছাড়া, করোনা পরবতী কিছু জটিলতা এখনও বিদ্যমান। আজ সকালে হঠাৎ করে দেখা দিয়েছে নিম্ন রক্তচাপ। অবস্থাদৃষ্টে বাইরে বের হতে পারছেন না তিনি। তাই আপাতত বাসাতেই বিশ্রাম নিচ্ছেন।

মঙ্গলবার রাতে ফখরুল ইসলাম আলমগীরের রাজধানীর উত্তরার বাসভবনের সামনে ডেমরার পাঁচটি ওয়ার্ডের দলের নেতাকর্মীরা অবস্থান নেন।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা গণমাধ্যমের সামনে বলেন, ডেমরার পাঁচটি ওয়ার্ডের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বহিরাগত ও সুবিধাবাদীদের নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে। বহিরাগতদের ডেমরায় কোনো অবস্থান না থাকায় পাশের থানা যাত্রাবাড়ীতে কাউন্সিল করায় উদ্যোগ নিয়েছে মহানগর দক্ষিণ কমিটি। বিষয়টি মহাসচিবকে অবহিত করার জন্যই এ অবস্থান নিয়েছেন তারা।

Share This Article


উপজেলা নির্বাচন: ফের গণবহিস্কার বিএনপিতে!

উপজেলা নির্বাচন: বিএনপিকে ধোঁকা দিল জামায়াত!

উপজেলা নির্বাচন বর্জন : লাভের চাইতে ক্ষতি বেশি বিএনপির!

উপজেলা নির্বাচন নিয়ে সংকটে বিএনপি: প্রকাশ্য বিদ্রোহ!

ফের কূটনীতিকদের দৌড়ঝাঁপ: ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের তৎপরতা শুরু!

চার খাল ঘিরে নান্দনিক পরিবেশ তৈরিতে ৮৯৮ কোটি টাকার প্রকল্প

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কি কমেছে?

বিএনপি নির্বাচন ও গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে: কাদের

মন্ত্রী-এমপির স্বজনদের ভোট করতে মানা, কঠোর বার্তা শেখ হাসিনার

দেশের মানুষের ‘নিরাপত্তা’ নিয়ে ইউনুসের দুশ্চিন্তা: সোশ্যাল মিডিয়ায় হাস্যরস!

বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তি: ওবায়দুল কাদের

আন্দোলন নিয়ে শরিকদের কোনো দিক নির্দেশনা দিতে পারছে না বিএনপি!