ছোট ছেলে ববিকে হারালেন রাণী হামিদ
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৩:৪৩, বুধবার, ১৫ জুন, ২০২২, ১ আষাঢ় ১৪২৯

চলে গেলেন জাতীয় হ্যান্ডবল দলের সাবেক খেলোয়াড় ববি হামিদ। বুধবার সকাল দশটায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার রানী হামিদের ছোট ছেলে ও দেশের এক সময়ের খ্যাতনামা ফুটবলার কায়সার হামিদের ভাই।
এর আগে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ববি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। ববির মৃত্যুতে হ্যান্ডবল সহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশের বিভিন্ন ফেডারেশন ও ক্রীড়া ব্যক্তিত্ব ববির মৃত্যুতে শোক জানিয়েছেন।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্রীড়া সংগঠক প্রয়াত কর্নেল এমএ হামিদ ও রাণীর তিন ছেলের মধ্যে সবার ছোট ববি। তার বড় ভাই কায়সার হামিদ ও সোহেল হামিদ।
আজ বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে ববির জানাজা এবং আর্মি কবরস্থানে ববিকে চিরশায়িত করার কথা।