লোডশেডিংয়ে চুরি-ছিনতাই রোধে অতিরিক্ত টহল জোরদারের নির্দেশ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৮, বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১২ শ্রাবণ ১৪২৯

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় গত ১৯ জুলাই থেকে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। শিডিউলেও পরিবর্তন হচ্ছে প্রতিদিন।

 

লোডশেডিংয়ের কারণে চুরি-ছিনতাই বা অন্যান্য অপরাধ প্রবণতা বাড়ার এখনো কোনো তথ্য পাওয়া না গেলেও এলাকাভিত্তিক টহল জোরদারের জন্য নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামের এক আলোচনায় ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই কৃচ্ছসাধন করতে হবে। এ কারণে এসি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হতে হবে। এবং দেশের এই সংকটে সবাইকে পাশে দাড়াতে হবে।

Share This Article