খেরসন থেকে মাইকোলাইভে রাশিয়ার হামলা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৫১, মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ১১ শ্রাবণ ১৪২৯

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে মিসাইল হামলা চালিয়ে, সেখানে থাকা আটটি মিসাইল এবং কামানের গোলাবারুদ বোঝাই একটি গুদাম ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা।

 

ইউক্রেনের পক্ষ থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকালে জানানো হয়, ওডেসা এবং মাইকোলাইভে একের অধিক মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের এমন দাবির পরই রাশিয়া জানাল সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে ওডেসার জাতোকা নামক জনপ্রিয় একটি রিসোর্ট এলাকার ভিডিও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। সেই ভিডিওতে দেখা যায় হামলায় ধ্বংসপ্রাপ্ত হওয়া বাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

জেলেনস্কি বলেছেন, এখানে কোনো সামরিক ঘাঁটি নেই, কোনো সেনা নেই, রাশিয়ার জঙ্গিরা শুধুমাত্র এখানে গুলি চালাতে চেয়েছে। এসব কিছুর জন্য তাদের বিচারের মুখোমুখি করা হবে।

অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাইকোলাইভ অঞ্চলের বন্দরের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, খেরসন থেকে এস-৩০০ মিসাইল ব্যবস্থা ব্যবহার করে ওডেসার এ বন্দরে হামলা চালিয়েছে রুশ সেনারা।

সূত্র: আল জাজিরা 

বিষয়ঃ ইউক্রেন

Share This Article