রাশিয়া-ইউক্রেন সংকট : চ্যালেঞ্জ মোকাবিলায় যেভাবে এগুচ্ছে বাংলাদেশ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২৯, সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১০ শ্রাবণ ১৪২৯

করোনাকালে হোঁচট খাওয়া বিশ্ব অর্থনীতি যখন ঘুরে দাঁড়াচ্ছিল, তখন দেখা দিলো রাশিয়া-ইউক্রেন সংকট। যার প্রভাবে ওলট-পালট হয়ে যায় জ্বালানি সরবরাহ ব্যবস্থা। যুদ্ধের প্রথম দিনই আন্তর্জাতিক বাজার এলোমেলো হয়ে যায়। ফলে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল দেশগুলোর উৎপাদন ব্যহত হয়।

 

তবে এই সংকট কাটাতে যখন সবাই নাজেহাল, তখন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে অটুট রয়েছে বাংলাদেশ।

সম্প্রতি বাংলাদেশ ৫২ বিলিয়ন ডলার রপ্তানির অনন্য মাইলফলক অর্জন করেছে। গত একযুগে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের কারণে শিল্পায়ন অতীতের সকল সময়কে ছাড়িয়ে গেছে। প্রবাসী রেমিটেন্স এবং বৈদেশি মুদ্রার রিজার্ভও মন্দ নয়।

এখন শুধু একটাই চ্যালেঞ্জ জ্বালানি সংকট দূর করা। কারণ এই জ্বালানি না পেলে ব্যহত হবে বিদ্যুৎ উৎপাদন। আর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হলে থেমে যাবে অর্থনীতির চাকা।

সংশ্লিষ্টরা বলছেন  দেশে চাহিদার চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে, যা সংখ্যায় ২৫ হাজার ২৩৫ মেগাওয়াট, কিন্তু চলমান রাশিয়া-ইউক্রেন সংকটে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উপাদান জ্বালানী তেলের প্রবাহে বাধার সৃষ্টি করে। 
যুদ্ধ যদি আরও জটিল হয় তাহলে জ্বালানি সরবরাহের অভাবে একটা সময় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যহত হবে।

ইতোমধ্যে অন্য সব দেশের মত বাংলাদেশও জ্বালানী সংকটে পড়েছে। তবে সংকট সমাধানে বিকল্প পথে হাটছে বাংলাদেশ।

বর্তমানে দেশে দৈনিক গ্যাসের উৎপাদন ২৩০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য দৈনিক ১৬০০-১৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। সেখানে যোগান মিলছে মাত্র ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

চাহিদার বাকি বৃহৎ অংশ বিদেশ থেকে (এলএনজি) আমদানি করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার কারণে এলএনজি আমদানির জন্য কাতার এবং ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি আনছে এই সংকটকালেও। আশা করা হচ্ছে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এ সংকটও উৎরে যাবে বাংলাদেশ। তবে এর জন্য সবাইকে গ্যাস- বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

Share This Article


চরমোনাই পীরের ভণ্ডামি ফাঁস করলেন ইসলামী বক্তা!

মার্কিন ভিসানীতির কারণে যদি সুষ্ঠ নির্বাচন হয়, তবে বিএনপি কেন নির্বাচনে আসছেনা?

বিসিসি নির্বাচন:সাড়া জাগিয়েছে নৌকা প্রার্থীর ইশতেহার

কেন চরমোনাই পীরের সাথে কোনো জোট বা ভোটে রাজি নয় ইসলামী দলগুলো

ভিন্ন কৌশলে বিএনপি : জাতীয় নির্বাচনে অংশ নিতে জামায়াতকে সমর্থন!

চরমোনাই: ধর্মের দোহাই দিয়ে যেভাবে অর্থ-সম্পদ হাতিয়ে নেন দুই পীর

বিদ্যুৎ বিপর্যয়: এড়ানোর সুযোগ ছিল কি?

বাইডেন সমীপে ৬ কংগ্রেসম্যানের চিঠি:নেপথ্যে বিএনপি-জামায়াত!

মেয়র হলে জামায়াত ও তাবলীগের বেদাতি কর্যক্রম বন্ধ করার ঘোষণা চরমোনাই পীরের!

খোকন সেরনিয়াবাতকে হারাতে তিন কোটি টাকা ঘুষ নেন চরমোনাই পীর!

বিসিসি নির্বাচন: বিএনপির সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’ রূপনের, পর্দার আড়ালে চরমোনাই পীর!

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লার বিল কেন বাকি পড়ে