যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ সকাল ০৯:৪০, সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১০ শ্রাবণ ১৪২৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের কাছে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে অঙ্গরাজ্যটিতে আংশিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ইউরোপের বিভিন্ন দেশের মতো যুক্তরাষ্ট্রেও চলছে প্রচণ্ড তাপপ্রবাহ। দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ও আর্দ্রতা আরও বেড়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার ঝুঁকি বেড়ে যায়। আর তাতে দাবানলের ঝুঁঁকি বাড়ে।
শিল্পযুগ শুরু হওয়ার পর থেকে বিশ্ব প্রায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন দেশের সরকার যদি কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ না নেয়, তবে তাপমাত্রা বাড়তে থাকবে। সূত্র: বিবিসি