আমার বাসা ঘেরাও করতে আসেন, চা খাওয়াবো : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক পন্থায় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাড়িও ঘেরাও করতে আসলেও তাদের চা দিয়ে আপ্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি নেতাদের কথা ধৈর্য ধরে শুনবেন বলেও জানান তিনি।
রোববার ২৪ জুলাই আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভায় এ কথা বলেন তিনি।
বিএনপিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, তারা (বিএনপি) যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে আসে, তাদের পুলিশ যেন বাধা না দেয়। বিশেষ করে বাংলামটরে যে বাধা দেওয়া হয়, সেটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। আসুক না হেঁটে হেঁটে যতদূর আসতে পারে। কোনো আপত্তি নেই।'
যদিও সারাদিন কথা বলে, তথাপি তারা বলে আমাদের কথা বলতে দেয়নি। তাই আমি মনে করি, তারা কথা যত পারে বলুক।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব সময় যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে আছে। আওয়ামী লীগ সব সময় মানবতার সেবা করে যাচ্ছে। আর কিছু লোক সারাক্ষণ আমাদের দোষ-খুঁত ধরার চেষ্টায় থাকে।