মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকে আ.লীগ, বিএনপি, জাপার নেতারা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১৮, বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১১ জ্যৈষ্ঠ ১৪৩০
  • দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকটি শুরু হয়। 

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় তার সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কয়েকজন নেতা।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকটি শুরু হয়। শেষ হয় প্রায় দুইটার দিকে। বিকেল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে অংশগ্রহণের কথা জানান।

বৈঠকসূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগের দুই নেতা, বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয় পার্টি নেতাদের মধ্যে দলটির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে মার্কিন সরকারের ঘোষণা করা ভিসানীতি সম্পর্কে আলোচনা হয়েছে। তারা এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়েছে। তিন দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে। নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়েও আওয়ামী লীগ-বিএনপি নেতারা কথা বলেছেন।’  
 
তিনি বলেন, ‘নির্বাচন যেন ফেয়ার হয় সে কারণেই তারা ভিসানীতি ঘোষণা করেছে। এ ব্যাপারে আমাদের দলও একমত। আমরা বলেছি, মার্কিন সরকার যে ভিসানীতি ঘোষণা করেছে তাতে আমাদের কোনো আপত্তি নেই।’

Share This Article


ঢাকা-বেইজিং বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

সৌদি পৌঁছেছেন ১৯ হাজার হজযাত্রী

ঢাকায় চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং

জনগণই আওয়ামী লীগের শক্তি, বিদেশিরা নয়: পানিসম্পদ উপমন্ত্রী

বরিশালে একটি পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত নগর গড়তে চান খোকন সেরনিয়াবাত

বিএনপি সরকারের জনপ্রিয়তাকে ভয় পায়: পলক

গাজীপুরে গণতন্ত্রের জয় হয়েছে: কাদের

রোহিঙ্গা শিবির ঘুরে গেলেন মিয়ানমারের প্রতিনিধি

ভিসানীতি আমাদের অবস্থানকে আরও শক্ত করেছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

হজ পালনে সৌদি পৌঁছেছেন ১৫ হাজার যাত্রী

জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: স্পিকার