পাকিস্তান হাইকমিশনকে ফেসবুক থেকে পতাকার ছবি সরাতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৫, রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৯ শ্রাবণ ১৪২৯

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে নিজেদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। 

গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পক্ষ থেকে পাকিস্তান হাইকমিশনকে ওই ছবিটি সরাতে বলেছে। 

যদিও শনিবার দিবাগত রাত ১টার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের ফেসবুক পেজ থেকে ছবিটি সরায়নি পাকিস্তান হাইকমিশন।

এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের ‘কাভার ফটো’তে পতাকার ছবিটির বিষয়ে জানার পর আজ বিকেলে ছবিটি মুছে ফেলতে বলা হয়েছে। পাকিস্তান হাইকমিশন ছবিটি সরিয়ে ফেলবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে।

এর আগে ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে নিজেদের ফেসবুকে একটি ছবি প্রকাশ করে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে। তাই ছবি নামালেই চলবে না। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ জানানো উচিত।

Share This Article


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখা বাইডেন'র চিঠিতে 'জয় বাংলা'!

মূল ইতিহাস জানতে পেরেছে নতুন প্রজন্ম: নৌপ্রতিমন্ত্রী

ফের বাড়ল হজ নিবন্ধনের সময়

আমরা এলডিসিতে গ্রাজুয়েট হয়েছি: তথ্যমন্ত্রী

বাংলাদেশই বাংলা ভাষার রাজধানী: মোস্তাফা জব্বার

শেখ হাসিনা বিশ্বে উদারতার দৃষ্টান্ত: বললেন জো বাইডেন

বজ্রসহ বৃষ্টি হতে পারে বেশকিছু এলাকায়

চলতি মাসে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

ঈদযাত্রা: কোন তারিখের ট্রেনের টিকিট কবে পাবেন

বাংলাদেশ এশিয়ায় নেতৃত্বদাতা দেশে পরিণত হয়েছে :মার্কিন যুক্তরাষ্ট্র

বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি

নতুন সময়সূচিতে চলছে অফিস-ব্যাংক