সৎ-পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ খোকন সেরনিয়াবাত:অভিমত নগরবাসীর

- রিশাল সিটি করপোরেশন নির্বাচনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
- সৎ ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
- সজ্জন ব্যক্তি হিসেবে ইতিমধ্যে কথার মাধ্যমে সকলের মন জয় করেছেন খোকন সেরনিয়াবাত।
আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। ভোটারদের মন জয় করতে আওয়ামী লীগসহ যেসব দল থেকে প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন, সবাই ভোটারদের মন জয় করতে প্রচারণায় বের হচ্ছেন।তবে একজন সৎ ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে অন্যান্য প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ বা খোকন সেরনিয়াবাত। এমনটিই বলছেন নগরবাসী।
জানা যায়, রাজনৈতিক পরিবারের হয়েও দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন খোকন সেরনিয়াবাত। মেয়র প্রার্থী হওয়ার আগে এলাকায় স্বচ্ছ, নিরঅহংকারী, সজ্জন ব্যক্তি হিসেবে বেশ পরিচিত ছিলেন তিনি। নতুন প্রার্থী হিসেবে খোকন সেরনিয়াবাত নগরবাসীর কাছেও পেয়েছেন গ্রহণযোগ্যতা।
বরিশাল নগরের সাধারণ ভোটাররা বলছেন, মেয়র পদে খোকনসহ আলোচিত চার প্রার্থীর মধ্যে লড়াই হতে পারে। তবে খোকন সেরনিয়াবাত চলন-বলন ও তার আমায়িক আচরণে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে। সজ্জন ব্যক্তি হিসেবে ইতিমধ্যে কথার মাধ্যমে সকলের মন জয় করেছেন তিনি। নির্বাচিত হলে কথা আর কাজের সঙ্গে মিল রাখবেন বলেও আশাবাদী তারা।
অন্যদিকে দলের মনোনয়ন না পেয়ে ইতিমধ্যে চাচা খোকনকে সমর্থন দিয়েছেন সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ। তার অনুসারীরাও নেমেছেন নির্বাচনী প্রচারণায়। তাই ভোটের মাঠে খোকন সেরনিয়াবাত কিছুটা নির্ভার থাকবেন বলেই মনে করছেন নগরবাসী ও বিশিষ্টজনরা।