ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ পাওয়ার প্লান্টের কাছাকাছি রুশ বাহিনী

অনলাইন ডেস্ক
রাশিয়ান বাহিনী অবকাঠামো দখল করার জন্য ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করেছে বলে ব্রিটেন জানিয়েছে।
শুক্রবার দৈনিক গোয়েন্দা আপডেটে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের দাবি, ইউক্রেনীয় বাহিনী দোনেৎস্কের ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে ভুলেহিরস্ক বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ প্রতিহত করছে।
মন্ত্রণালয় টুইটারে আরও বলেছে, রাশিয়ান আর্টিলারি ক্রামতোর্স্ক এবং সিভার্সক শহরগুলোতে মনোনিবেশ করেছে।
গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আক্রমণ শুরু করে। প্রায় পাঁচ মাস শেষের দিকে, তবে যুদ্ধ এখনো শেষ হয়নি। এই যুদ্ধে রাশিয়া শক্ত অবস্থানে আছে। তবে ক্ষতি হয়েছে ইউক্রেনের। তাদের যুদ্ধে অনেক শহর ধ্বংস হয়ে গেছে। বহু মানুষ হতাহত হয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। এখনো যুদ্ধ চলছে।