বাংলাদেশের জাতীয় পতাকার বিকৃতি করে ধৃষ্টতা পাকিস্তান হাইকমিশনের?

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে একীভূত করে নিজেদের পতাকার একটি ছবি প্রকাশ করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।
ছবিটি প্রকাশের পর তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানান সমালোচনা। এমন কর্মকাণ্ডকে ধৃষ্টতাপূর্ণ আর জাতীয় পতাকার অবমাননা বলে অভিযোগ তুলছেন অনেকেই।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ‘পাকিস্তান হাইকমিশন অব বাংলাদেশ’ নামে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ছবিটি প্রকাশ করা হয়। এতে বিকাল পর্যন্ত দেড় হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে। এছাড়া সমালোচনামূলক মন্তব্যে ভরেছে পোস্টটির নিচে।
মনির নামের একজন লিখেছেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার লাল সবুজের পতাকার সঙ্গে পাকিস্থানি পতাকা সংযুক্ত করে বিকৃতি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
পার্থসারথী নামের একজন লিখেছেন, ‘নিঃসন্দেহে এটা জাতীয় পতাকার অবমাননা।’ সিয়াম হোসেন নামের একজন লিখেছেন, ‘পশ্চিম বাংলাদেশের নতুন পতাকা।’
আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ এ ছবিকে সমর্থন জানিয়ে প্রশস্তিমূলক মন্তব্যও করছেন।
এদিকে সাপ্তাহিক বন্ধ থাকায় এ বিষয়ে পাকিস্তান হাইকমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি ব্যবহার হচ্ছে না বলে শোনায়।