বাংলাদেশের জাতীয় পতাকার বিকৃতি করে ধৃষ্টতা পাকিস্তান হাইকমিশনের?

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১২, বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬ শ্রাবণ ১৪২৯

বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে একীভূত করে নিজেদের পতাকার একটি ছবি প্রকাশ করেছে ঢাকার পাকিস্তান হাইকমিশন। 

ছবিটি প্রকাশের পর তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানান সমালোচনা। এমন কর্মকাণ্ডকে ধৃষ্টতাপূর্ণ আর জাতীয় পতাকার অবমাননা বলে অভিযোগ তুলছেন অনেকেই।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ‘পাকিস্তান হাইকমিশন অব বাংলাদেশ’ নামে তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ছবিটি প্রকাশ করা হয়। এতে বিকাল পর্যন্ত দেড় হাজারের বেশি রিয়্যাকশন পড়েছে। এছাড়া সমালোচনামূলক মন্তব্যে ভরেছে পোস্টটির নিচে।

মনির নামের একজন লিখেছেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার লাল সবুজের পতাকার সঙ্গে পাকিস্থানি পতাকা সংযুক্ত করে বিকৃতি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

পার্থসারথী নামের একজন লিখেছেন, ‘নিঃসন্দেহে এটা জাতীয় পতাকার অবমাননা।’ সিয়াম হোসেন নামের একজন লিখেছেন, ‘পশ্চিম বাংলাদেশের নতুন পতাকা।’

আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ এ ছবিকে সমর্থন জানিয়ে প্রশস্তিমূলক মন্তব্যও করছেন।

এদিকে সাপ্তাহিক বন্ধ থাকায় এ বিষয়ে পাকিস্তান হাইকমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি ব্যবহার হচ্ছে না বলে শোনায়।

Share This Article


ঢাকা-বেইজিং বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়

সৌদি পৌঁছেছেন ১৯ হাজার হজযাত্রী

ঢাকায় চীনের ভাইস মিনিস্টার ওয়েইডং

জনগণই আওয়ামী লীগের শক্তি, বিদেশিরা নয়: পানিসম্পদ উপমন্ত্রী

বরিশালে একটি পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত নগর গড়তে চান খোকন সেরনিয়াবাত

বিএনপি সরকারের জনপ্রিয়তাকে ভয় পায়: পলক

গাজীপুরে গণতন্ত্রের জয় হয়েছে: কাদের

রোহিঙ্গা শিবির ঘুরে গেলেন মিয়ানমারের প্রতিনিধি

ভিসানীতি আমাদের অবস্থানকে আরও শক্ত করেছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

হজ পালনে সৌদি পৌঁছেছেন ১৫ হাজার যাত্রী

জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু: স্পিকার