আগামী সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় সশরীরে ৩ দিন স্কুল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:২৬, বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬ শ্রাবণ ১৪২৯

শ্রীলঙ্কায় আগামী সপ্তাহ থেকে তিন দিন স্কুলে ক্লাস হবে সশরীরে। আর দুই দিন ক্লাস হবে অনলাইনে। দেশটির শিক্ষা সচিব এম এন রানাসিংহে এক সার্কুলার জারি করে বলেন, সোম-মঙ্গল ও বৃহস্পতিবার সাধারণ স্কুল চলাকালীন সময়ে ক্লাস অনুষ্ঠিত হবে। 

বুধবার ও শুক্রবার অনলাইন ক্লাস হবে। শ্রীলঙ্কায় আগামী সপ্তাহে স্কুল খোলার পর থেকেই নতুন নিয়মে শিক্ষা কার্যক্রম চলবে। 

দেশটির শিক্ষামন্ত্রণালয় জানায়, ২০২২ এর শিক্ষাবর্ষের প্রথম অংশ আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শিক্ষাবর্ষের দ্বিতীয় ও তৃতীয় অংশের সময়সীমা পরে জানানো হবে। সঙ্গত কারণে কেউ সময়মতো স্কুলে না আসতে পারলে বা স্কুল ড্রেস না পরতে পারলে তা বিবেচনায় নেওয়া হবে। বর্তমানে শ্রীলঙ্কার জনসংখ্যা দুই কোটির বেশি। ২০২০ সালে দেশটিতে সাক্ষরতার হার ছিলো ৯২.৩৮ শতাংশ। 

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে এখন বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। গত কয়েকমাস ধরে বিক্ষোভে উত্তাল দেশটি। বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়েছেন। বুধবার দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে।

Share This Article