গুচ্ছগ্রাম থেকে আশ্রয়ন প্রকল্প : ঠাঁই পেয়েছে লক্ষ পরিবার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:০৬, বুধবার, ২০ জুলাই, ২০২২, ৫ শ্রাবণ ১৪২৯

১৯৭২ থেকে ২০২২, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা; প্রজন্ম থেকে প্রজন্ম ঘরহারা মানুষের আশ্রয়ের ঠিকানা করে দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুচ্ছগ্রামের ধারণার মাধ্যমে গৃহহীনদের মাথা গোঁজার জায়গা করে দিয়েছিলেন, আর তারই কন্যা শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প মাধ্যমে একই কাজ করে যাচ্ছেন।

সত্তরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছিলো উপকূলীয় উপজেলা লক্ষ্মীপুরের রামগতি। উপকূলীয় এই উপজেলা সংকটের পরও আশ্রয়ণের আলোয় সমৃদ্ধ হয়েছে। বঙ্গবন্ধু নিজেই এই জনপদে গিয়ে স্বজন ও ভিটেমাটি হারা শত শত পরিবারকে পুনর্বাসন করেছেন। সেই থেকেই আশ্রয়ণের ধারণার উদ্ভব হয়। সত্তর থেকে পরবর্তীতে রামগতির ২ হাজার ৯৩২ পরিবারকে পুনর্বাসন করেছেন তিনি।

১৯৭২ সালে বঙ্গবন্ধুর আশ্রয়ণের গুচ্ছগ্রাম এখন সমাজের মূলধারার মতোই একটি ইউনিয়নে পরিণত হয়েছে। সর্বহারা সেসব মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে। এখানকার সেই ২১০ পরিবার এখন প্রায় ৬ শতাধিক পরিবারে রূপ নিয়েছে।

বঙ্গবন্ধুর ৬০০ একরের গুচ্ছগ্রামগুলোতে প্রত্যেক বাড়ির জন্য ৩০ শতক ও কৃষির জন্য ২ একর ২০ শতক জমি দেয়া হয়েছিলো, যেখানে ২২টি পুকুর, ১০ ফ্যামিলির জন্য একটা করে দিঘি, মসজিদ, মন্দির, মাদরাসা, বাজার, খেলার মাঠ, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে। দিঘিতে সবাই মিলে মাছ চাষ করেন। সে সময় সারাদেশে মোট ৭টা গুচ্ছগ্রাম হয়েছিল।

১৯৭২ সালে রামগতিতে করা বঙ্গবন্ধুর গুচ্ছগ্রামের ধারণা থেকে এখন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আশ্রয়ণ-২ প্রকল্প’র মাধ্যমে সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসন করছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা- ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।’ এরই মধ্যে দেশের ৫২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত করেছে সরকার।

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৫ লাখ ৯ হাজার ৩৭০ পরিবারকে ভূমি ও সেমিপাকা ঘর করে দেওয়া হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ৭ হাজার ৮০৯টি পরিবার, ভূমি মন্ত্রণালয় ৭২ হাজার ৪৫২টি পরিবার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৪ হাজার ২৩৭টি পরিবার, বাংলাদেশের গৃহায়ণ তহবিল থেকে ৮৮ হাজার ৭৮৬টি পরিবার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২৮ হাজার ৬০৯টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এভাবে সারাদেশে মোট ৭ লাখ ১১ হাজার ৬৩ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article