রুশ বাহিনীর আক্রমণ প্রতিহত করার দাবি ইউক্রেনের!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১২, বুধবার, ২০ জুলাই, ২০২২, ৫ শ্রাবণ ১৪২৯

অনলাইন ডেস্ক

দোনবাসের দোনেৎস্কের আভদিভকা শহরে ঢুকে পড়তে হামলা চালিয়েছিল রুশ সেনারা। কিন্তু তাদের সেসব হামলা প্রতিহত করে দিয়েছে ইউক্রেন। এমন দাবি করেছেন সেখান স্থানীয় সেনা কমান্ডার।

কমান্ডার ভিতালি বারাবাস বলেছেন, গত কয়েকদিন ধরে আমাদের আভদিভকায় অব্যহতভাবে হামলা চালাচ্ছে। কিন্তু তাদের সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল কিন্তু কঠিনও।

 

কমান্ডার  ভিতালি বারাবাস আরও জানিয়েছেন, কয়েকদিন আগে দোনবাসের কিছু অঞ্চল দখল করার যে দাবি রাশিয়া জানিয়েছিল সেগুলো ‘মিথ্যা।’

তিনি বলেন, কয়েকদিন আগে এদিকটায় ব্যাপক হামলা চালিয়েছিল তারা। তাদের জেনারেল স্টাফ জানিয়েছিল, এখানে কিছু সাফল্য পেয়েছিল, কিন্তু তারা বেশিক্ষণ এটি ধরে রাখতে পারেনি। সন্ধ্যার দিকেই আমাদের সেনারা সেগুলো পুনর্দখল করেছিল।

তিনি আরও জানিয়েছেন, দূরপাল্লার রকেট লঞ্চার হিমারস এবং এম৭৭৭ হোইটজার কামান যুদ্ধে বড় ব্যবধান গড়ে দিচ্ছে।

এ ব্যাপারে কমান্ডার ভিতালি বারাবাস বলেছেন, এগুলো সম্মুখভাবে কাজে দিচ্ছে। আমরা এগুলো শুনতে পাচ্ছি। আমরা এগুলোর ইতিবাচক প্রভাব দেখছি।

তবে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, গত আট বছরে দোনেৎস্ক এবং লুহানেস্ক রিপাবলিক প্রচুর পরিমাণে অস্ত্র মজুদ করেছে। ফলে তাদের অস্ত্র শেষ হতে দীর্ঘ সময় লাগবে।

সূত্র: সিএনএন 

বিষয়ঃ ইউক্রেন

Share This Article