‘জাপানের মেসি’কে বেচে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক
তরুণ ফুটবলার তাকেফুসা কুবোকে ‘জাপানের মেসি’ বলা হয়। বার্সেলোনার পর এবার রিয়াল মাদ্রিদেও থাকতে পারলেন না তিনি।
তাকে রিয়াল সোসিয়েদাদের কাছে বিক্রি করে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।
পাঁচ বছরের চুক্তিতে কুবোকে দলে টেনেছে রিয়াল সোসিয়েদাদ।
রিয়ালের ওয়েবসাইটে মঙ্গলবার তার দলবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।
ক্যারিয়ারের শুরুতে মেসির প্রিয় ক্লাব বার্সেলোনায় যুক্ত হতে চেয়েছিলেন তিনি। কিন্তু বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে কিনে ফিফা বিপাকে পড়ে কাতালুনিয়ার ক্লাবটি। নতুন খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞায় পড়ে বার্সা।
২০১৯ সালের জুনে এফসি টোকিও থেকে কুবোকে ২০ লাখ ইউরোয় ছয় বছরের চুক্তিতে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। যদিও ক্লাবটির হয়ে বেশি ম্যাচ ভাগ্যে জুটেনি কুবের। বেশিরভাগ সময় তাকে ধারে অন্যত্রই খেলতে হয়েছে । সবশেষ গত মৌসুমে আরেক স্প্যানিশ ক্লাব মায়োর্কায় খেলেন কুবে। ২০১৯-২০ মৌসুমেও ধারে এই দলে খেলেছিলেন তিনি।
ক্লাব ফুটবলে এখনো নিজেকে মেলে ধরতে পারছেন ‘জাপানের মেসি’ । ২১ বছর বয়সি এ জাপানি তারকা দেশটির জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৮ ম্যাচ, গোল করেছেন একটি।