সংকট নেই: সরকারের পদক্ষেপ আগাম সতর্কতা মাত্র!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৩, মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪ শ্রাবণ ১৪২৯

করোনা মহামারি ও ইউক্রেন সংকটের কারণে বিশ্বব্যাপি চলছে অর্থনৈতিক মন্দা, যার বলি হয়ে প্রথম দেশ হিসেবে দেওলিয়াত্ব গ্রহণ করে লেবানন। এরপরই গত ১৩ এপ্রিল নিজ দেশকে দেওলিয়া ঘোষণা করে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা। দেশটিতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার পর দেশের একটি মহল বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা শুরু করে।

তবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ, বৈদেশিক মুদ্রার রির্জাভ আর লাভজনক প্রকল্পের কারণে বাংলাদেশ কখনো দেওলিয়া হওয়ার সম্ভবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবুও দেশে যাতে কোন ধরণের অর্থনৈতিক সংকট তৈরি না হয় তার জন্য এখন থেকেই সাশ্রয় নীতি গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে সিডিউল করে লোডশেডিং, সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ, তেল উৎপাদিত বিদ্যুৎ উৎপাদন বন্ধসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ১৯ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশে এখনো সংকট তৈরি হয়নি। তবে অর্থনৈতিক সংকট এড়াতে সারাদেশে এলাকাভিত্তিক এক থেকে দুই ঘণ্টা করে লোডশেডিং হবে। সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে।

এছাড়া অন্য নির্দেশনাগুলো হচ্ছে, রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার আগের যে সিদ্ধান্ত রয়েছে, তা বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নেওয়া, সেই সঙ্গে অফিস-আদালত ও বাসাবাড়ির এয়ার কন্ডিশনের (এসি) তাপমাত্রা ২৪ ডিগ্রির উপরে রাখতে হবে। এই সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদি নয় বলেও জানান মন্ত্রী।

Share This Article


নিহত সাইদের পরিবারকে সাড়ে ৭ লাখ টাকার চেক দিল বেরোবি

পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসারের ৩১৩ স্থাপনায় হামলা

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে

পুলিশকে মেরে যারা ঝুলিয়ে রেখেছিল সবার পরিচয় পেয়েছি: হারুন

‘ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি’

সহিংসতা-নাশকতার অভিযোগে ২০১ মামলায় গ্রেপ্তার ২২০৯

মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পোশাক কারখানা খুলছে আজ

দূরপাল্লার বাস চলবে, ট্রেন নিয়ে সিদ্ধান্ত নেই

আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস

যেসব বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস