যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের মজুদ ধ্বংসের দাবি রাশিয়ার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৯:১১, মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৪ শ্রাবণ ১৪২৯

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে, তাদের সেনারা বন্দর শহর ওডেসায় মিসাইল হামলা চালিয়েছে। ওডেসার কয়েকটি গুদামে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্র মজুদ করে রাখা হয়েছিল। সেগুলো ধ্বংস করে দিতে এ হামলা চালানো হয়।

 

তবে রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি ঠিক কতগুলো গুদাম লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তাছাড়া সেসব গুদামে কি ধরনের অস্ত্র মজুদ করা ছিল সেটিও জানায়নি তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের করা এ দাবির সত্যতাও যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এদিকে ইউক্রেনের পক্ষ থেকে মঙ্গলবার স্থানীয় সময় সকালে জানানো হয়, ওডেসার ডাচনে গ্রামে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া এবং এ হামলায় চারজন ব্যক্তি আহত হয়েছেন। রাশিয়া ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া শুরু করে।

এর কয়েকদিন পর রাশিয়া জানায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যেসব সহায়তা দিচ্ছে সেগুলো তারা হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে।

সূত্র: আল জাজিরা 

বিষয়ঃ ইউক্রেন

Share This Article


আরও ১২ জিম্মিকে মুক্তি দিল হামাস

বোমার চেয়ে রোগে মারা যেতে পারেন বেশি ফিলিস্তিনি

বিয়ের আসরেই বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা

আরও দুই দিন বাড়ল গাজা যুদ্ধবিরতির মেয়াদ

গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির দাবিতে হোয়াইট হাউজের সামনে অনশন

হামাসকে কখনই ধ্বংস করা সম্ভব হবে না : কাতারের প্রধানমন্ত্রী

এবার বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে চায় হামাস

দ্বিতীয় দফায় ১৭ ইসরায়েলি জিম্মিকে ছাড়ল হামাস

আরও বাড়ছে হামাসের জনপ্রিয়তা, ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ!

বিরতির প্রথম দিন ১৯৬টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে গাজায়

ইমরান খানের বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে করা আবেদন খারিজ