তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

  নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩৫, বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ২৩ চৈত্র ১৪৩০

রাজধানীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

দণ্ডিত ২১ বছর বয়সী মো. রিফাত ফরিদপুর জেলার মধুখালী থানার মৃত ছমির সিকদারের ছেলে। ভুক্তভোগী কিশোরী রাজধানীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

আদালতের পিপি মো. রেজাউল করিম জানান, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন রিফাত। তাকে এ কাজ করতে নিষেধ করে রিফাতের পরিবার। পরে মেয়েকে ধর্ষণের হুমকি দেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ৫ অক্টোবর দুপুরে ভুক্তভোগীকে একা পেয়ে রিফাত ও তার সহযোগীরা অটোরিকশায় তুলে নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। ঘটনার দুদিন পর ৭ অক্টোবর রিফাতকে আটকের পাশাপাশি মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১৯ সালে ৮ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় রিফাতসহ অজ্ঞাত দু-তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী। এরপর ২০২০ সালের ২৭ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ৯ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় দেয় আদালত।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


কুমিল্লায় ব্যবসায়ী হত্যাকাণ্ডে ৪ জনের মৃত্যুদণ্ড

কোটা নিয়ে আপিল বিভাগে শুনানির অপেক্ষা

সিরিয়াল কিলার রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল

প্রশ্নফাঁসের ঘটনায় কারাগারে ১০ আসামি

প্রশ্নফাঁস: আবেদ আলীসহ ১৭ জন আদালতে

কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি আগামীকাল

‘কোনো ওসি আমার আত্মীয় নয়, অসঙ্গতি হলেই জবাব দিতে হবে’

কোটাবিরোধী আন্দোলনকারীদের ধৈর্য ধরতে বললেন অ্যাটর্নি জেনারেল

কারাগার পরিদর্শন শেষে কনডেম সেল নিয়ে দুই বিচারপতি বললেন...

বেনজীরের জমি জিম্মায় নিল বান্দরবান জেলা প্রশাসন

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল

সাজা কখনও স্থগিত হয় না : ড. ইউনূসের মামলার পর্যবেক্ষণে হাইকোর্ট