তারেকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:০১, বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ২২ চৈত্র ১৪৩০
  • লাগামহীন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার।
  • সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে নগ্নভাবে হস্তক্ষেপ করেন।

বাংলাদেশের রাজনীতিতে অভিযোগের পাহাড় জমে আছে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লাগামহীন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বিদেশে টাকা পাচারসহ অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই তারেক রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হিসেবে বনানীর ‘হাওয়া ভবনে’ বসে দলীয় কর্মকাণ্ড পরিচালনা শুরু করেন তিনি।

তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি তারেক রহমান হাওয়া ভবন থেকে নেপথ্য সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে নগ্নভাবে হস্তক্ষেপ করেন। ঐ সময় তারেক রহমান এবং হাওয়া ভবন ঘিরে দলের তরুণ নেতা ও ব্যবসায়ীদের একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়। তারেক রহমানের পাশাপাশি সিন্ডিকেটের সদস্যরাও তার নাম ব্যবহার করে শত শত কোটি টাকা দুর্নীতি-লুটপাট শুরু করেন। ক্ষমতা চিরদিনের নয়- তারেক রহমান যেন এ সত্য ভুলে গিয়েছিলেন। ফলে দেশবাসী তারেক রহমানকে দুর্নীতিবাজদের সর্দার আর বিএনপির নেতাকর্মীদের চোর-বাটপার ও সন্ত্রাসী হিসেবে মনে করে।

২০০২ সালের প্রথম দিকে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করা হয়। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বনানীর হাওয়া ভবনে নিয়মিত বসতেন। সেখানে তিনি ৪০ জন কর্মকর্তা-কর্মচারীও নিয়োগ দেন।

বিদ্যুতের খুঁটি, বিদ্যুৎ কেন্দ্র, সরকারের বড় বড় কেনাকাটাসহ আরো অনেক কাজ তারেক রহমানের মাধ্যমেই হয়েছে। ফলে তারেক রহমান ব্যবসায়ী বন্ধুদের মাধ্যমে বিনা প্রতিযোগিতায় সরকারের কোটি কোটি টাকা লুটপাট করতে সক্ষম হন। এমনকি মোটা অংকের টাকা মালয়েশিয়ায় বিনিয়োগ করতে গিয়ে তিনি ধরা পড়েন বলেও অভিযোগ রয়েছে।

বিষয়ঃ বিএনপি

Share This Article


ঢাবির ভিসি চত্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

গাজা ভূখণ্ডে সিরিজ হামলা ইসরায়েলের, নিহত ৫০

প্রধানমন্ত্রী'র বক্তব্যের মর্মার্থ বিকৃত করলো কারা

তিন বিভাগে বিজিবি মোতায়েন

যুক্তরাষ্ট্রের ‘ভিত্তিহীন দাবি’ সহিংসতা উসকে দিতে পারে

সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না

কোটাব্যবস্থা নিয়ে প্রচারপত্র দিলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা

পরিবেশ শান্ত করতে ঢাবিতে পুলিশ মোতায়েন

২০৪১ সালের মধ্যে দেশ সোনার বাংলাদেশে পরিণত হবে : স্পিকার

কুমিল্লায় জোড়া হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্বে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

মেসি-ডি মারিয়ার চোখের জয়ে কোপা জয়ে রাঙাল আর্জেন্টিনা