‘জনগণের চাহিদা পূরণই শেখ হাসিনার উন্নয়নের প্রেরণার উৎস’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৯, সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২০ চৈত্র ১৪৩০

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার আদর্শ থেকে জনগণের জন্য উন্নয়ন করার মানসিক শক্তি পান। জনগণের চাহিদা পূরণই তার উন্নয়নের প্রেরণার উৎস। পুরো পরিবারকে হারিয়েও ভেঙে পড়েননি, তিনি জনগণের জন্য নিরন্তর উন্নয়ন করে যাচ্ছেন।

সোমবার (৩ এপ্রিল) সাঁথিয়ার ভুলবাড়িয়া ইউপি-মাধপুর বাজার রোড এর পিএসসি গার্ডার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, উত্তরাঞ্চলে এখন মঙ্গা নেই, একসময় এই এলাকার মানুষ খাবার পেত না। এই এলাকার মানুষের তখন প্রত্যাশা ছিল যেন দু’বেলা ডাল-ভাত খেতে পারে। শুধু খাবারের অভাব নয়, একসময় এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তাও ছিল না। জঙ্গিরা মানুষকে পাশবিক নির্যাতন করে ধর্ষণ ও হত্যা করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এখন খেতে পারছে, তাদের জীবনের নিরাপত্তা আছে এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে।

শামসুল হক টুকু বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও জনগণের জন্য কাজ করার আকাঙ্ক্ষাই বাংলাদেশ আওয়ামী লীগকে সব সময় উজ্জীবিত রাখে। দলের নেতা কর্মীদের জনগণের প্রতি অনেক দায়-দায়িত্ব আছে। জনগণের যে কোনও বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমাদের মহান নেতার শিক্ষা। আমরা রাজনীতি করি জনগণের জন্য।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। সকালে রামচন্দ্রপুর হাপানিয়া দাখিল মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

Share This Article


অক্টোবর মাসজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

৭৭ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

আদিবাসীদের প্রাণের উৎসব কারাম

বিদেশে খালেদার চিকিৎসা নিয়ে মতামত জানানো হবে রোববার: আইনমন্ত্রী

শাহজাহান কামাল এমপি মারা গেছেন

গণতন্ত্রের শত্রুরা তাহলে যুক্তরাষ্ট্রে থাকে কিভাবে?

দোহাজারী-কক্সবাজার রেলপথে পরীক্ষামূলক ট্রেন যাবে ১৫ অক্টোবর

নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলা, ১২ সেনা নিহত

দেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা, ৪ ধরনেই কার্যকর

টেকনাফ থেকে আরসার গান কমান্ডার মুছাসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

লালমোহন-তজুমদ্দিনে সামাজিক সুবিধাভোগী ১৬ লাখ মানুষ

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-মেক্সিকো