‘কেউ গণতন্ত্রে আঘাত করলে তাকে প্রতিহত করা হবে’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:২৭, সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২০ চৈত্র ১৪৩০

‘দেশ ও দেশের বাইরে সব সংকট কাটিয়ে ওঠার মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, দেশের উন্নয়ন ও অগ্রগতি বন্ধ করতে চাইলে আমরা তাকে প্রতিহত করবো। গণতন্ত্রের ওপর কোনও আঘাত মেনে নেওয়া হবে না। গণতন্ত্রের ওপর যারা আঘাত করবে, দেশের মর্যাদা রক্ষায় তাদের প্রতিহত করা হবে।

২ এপ্রিল বিকালে পবিত্র রমজান মাস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বী উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশ ও দেশের বাইরে সব সংকট কাটিয়ে ওঠার মাধ্যমে নিজের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণমানুষের নেত্রী। আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ বলেছে, দেশের উন্নয়নের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের নিরঙ্কুশ সমর্থনে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দল ও কিছু ব্যক্তি কখনও দেশের ভালো দেখতে পারে না। তারা কখনও কখনও গণমাধ্যমকে ব্যবহার করে ষড়যন্ত্র করে। গণমাধ্যমকর্মীরা আমাদের বন্ধু। গণমাধ্যমের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। শেখ হাসিনার সরকার উন্নয়ন ও গণকল্যাণমুখী। দেশের বড় বড় কাজগুলো তার মাধ্যমে হয়েছে–এটি বলতে যাদের লজ্জা লাগে তারাই ষড়যন্ত্র করে।’

বাহাউদ্দিন নাছিম অভিযোগ করেন, ‘কুচক্রী মহল বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার কাছে এখনও মিথ্যা সংবাদ পরিবেশন করছে। দেশে নাকি কথা বলার অধিকার নেই, সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে। কোনও একজন ব্যক্তি ও তার সহযোগীরা মিথ্যা সংবাদ পরিবেশন করায় তার বিরুদ্ধে মামলার পর আইনের আওতায় আনা হয়েছে। তারা আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

Share This Article


কোটা আন্দোলনের পেছনে মতলবি মহল: ওবায়দুল কাদের

দুইজন নিহতের অসত্য দাবি যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিবাদ বাংলাদেশের

সর্বোচ্চ বিদ্যাপীঠে স্বঘোষিত ‘রাজাকার,’ কেমন মেধাবী তারা?

কোটা আন্দোলনে বিএনপির অর্থায়ন, সারা দেশে শিবিরের শক্ত নেটওয়ার্ক

কোটাব্যবস্থা নিয়ে প্রচারপত্র দিলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা

যারা ‘আমি রাজাকার’ স্লোগান দিচ্ছেন, তাদের শেষ দেখিয়ে ছাড়বো: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে: কাদের

রাজাকার পরিচয় বহনকারীদের বাংলা ছাড়ার দাবি সারাদেশে

দেশে দেশে কোটা ব্যবস্থা

দেশের সর্বোচ্চ বিদ্যাপিটের ছাত্রদের মেধার এতো অধঃপতন!

শিক্ষার্থী আন্দোলন ফায়দা লোটার আত্মঘাতী কৌশল

যুক্তরাজ্যে থাকতে হলে রাজনীতি ছাড়তে হবে তারেককে!