মার্কিন প্রেসিডেন্ট ‘জয় বাংলা’ লিখেছেন, অথচ বিএনপি স্লোগান দেয় না: কৃষিমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৩, সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ২০ চৈত্র ১৪৩০

‘‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ‘জয় বাংলা’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ ও বাঙালির সাহস ও সক্ষমতার প্রতীক’

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘জয় বাংলা’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন। মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে লড়াইয়ের জন্য আমাদের সাহসিকতার প্রশংসা করেছেন। অথচ বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীরা ‘জয় বাংলা’ স্লোগান মুখে আনে না।

২ এপ্রিল টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ‘জয় বাংলা’ স্লোগান মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ ও বাঙালির সাহস ও সক্ষমতার প্রতীক। অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক চেতনা ও সম্পদের সুষম বণ্টনের চেতনার বহিঃপ্রকাশ হলো ‘জয় বাংলা’ স্লোগান। এই স্লোগান বিএনপি দেবে না। তারা দেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। দেশ থেকে মঙ্গা দূর করেছে। মানুষ এখন পেট ভরে খেতে পারে। একই সঙ্গে, মাছ, মাংস, দুধ, ডিম, ফলসহ পুষ্টিসমৃদ্ধ খাবারের মাথাপিছু প্রাপ্যতা ও গ্রহণের হার অনেক বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবসে মাছ, মাংস আর চালের স্বাধীনতা নিয়ে অপপ্রচারমূলক সংবাদ প্রচার করে স্বাধীনতার চেতনায় আঘাত করা হয়েছে। এর মাধ্যমে স্বাধীনতাবিরোধী চেতনাকে উসকে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল সংবাদ পরিবেশন ও মিথ্যাচার করে দেশে অরাজকতা ও অস্থিরতা তৈরির চেষ্টা করেছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, সরকার কৃষিখাতে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দিচ্ছে। কিন্তু ব্যাংকগুলো নানা কঠিন শর্ত দিয়ে রেখেছে। অনেক সময় এসব শর্ত ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষকরা পূরণ করতে পারে না। ফলে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে চড়া সুদে ঋণ নিয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য প্রকৃত কৃষককে সহজ শর্তে ঋণ দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।

Share This Article


গন্তব্যে না পৌঁছা পর্যন্ত নির্বাচনি ট্রেন থামবে না : ওবায়দুল কাদের

সংসদ নির্বাচনে অংশ নিতে ২৭১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১০২০ যাত্রী নিয়ে কক্সবাজার-ঢাকা ট্রেন চলাচল শুরু

এলো বিজয়ের মাস

নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ রাজনৈতিক দল

যুক্তরাষ্ট্র বললেই পোশাক রফতানি বন্ধ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

‘স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপন না করার সিদ্ধান্ত ইসির

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে যা বলল মার্কিন দূতাবাস

প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি ইসলামিক দলের নেতৃবৃন্দের বৈঠক

আমি মনে করি নির্বাচন সফল হবে: আইনমন্ত্রী

বিদ্যুৎ পরিষেবা আরও সহজলভ্য করা হচ্ছে : প্রতিমন্ত্রী

পুনঃতফসিল হচ্ছে না : ইসি