বর্তমান প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করে গড়তে হবে: ডেপুটি স্পিকার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:২৬, রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ১৯ চৈত্র ১৪৩০

‘স্মার্ট বাংলাদেশের যাত্রায় বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে’

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়নের দ্বারপ্রান্তে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশের যাত্রায় বর্তমান প্রজন্মকে শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।

শনিবার সাঁথিয়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জনশুমারি ও গৃহগণনা-২০২৩ প্রকল্পে ব‌্যবহৃত ট‌্যাব (ছোটো সাইজের ট্যাবলেট কম্পিউটার) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ‌্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট, চীনা প্রেসিডেন্ট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- ‘বাংলাদেশ দ্রুতই আঞ্চলিক নেতৃত্ব প্রদান করবে’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এদেশ বহু আগেই উন্নত হয়ে যেত।

শামসুল হক টুকু বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ‌্যে আজকের শিক্ষার্থীদের আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে তথ‌্য, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এরাই আগামীর উন্নত, সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে এবং ২১০০ সালের ডেল্টা প্রকল্প প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম‌্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম‌্যান মো. সোহেল রানা খোকন, মোছা. সেলিমা সুলতানা শিলা, উপজেলা মাধ‌্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদের বিশ্বাস প্রমুখ।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


তলে তলে সবার সঙ্গে আপস হয়েছে যথাসময় নির্বাচন

রাতে ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে পোশাক শিল্প জোরালো ভূমিকা রাখবে: শিক্ষামন্ত্রী

দুর্নীতি প্রতিরোধ করতে ব্যবসায়ীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ডিজিটাল সংযুক্তি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার

এজেন্ডা বাস্তবায়নে নির্বাচনকেই কেন টার্গেট করলো যুক্তরাষ্ট্র

দুই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

ইউরেনিয়াম হস্তান্তর ঘিরে রূপপুরে উৎসবের আমেজ

বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: ওবায়দুল কাদের

প্রশাসনের চোখ তফসিলে

প্রধানমন্ত্রী মঙ্গলবার লন্ডন ত্যাগ করবেন

ভিসা নীতি নিয়ে সবই অতিরঞ্জিত: স্বরাষ্ট্রমন্ত্রী