ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

  আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩২, রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ১৯ চৈত্র ১৪৩০

ইহুদিবাদী ইসরায়েল বাহিনীর হামলায় পবিত্র আল-আকসা মসজিদের কাছে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। পবিত্র রমজান মাসে ইহুদিবাদী বাহিনী ফিলিস্তিনি মুসল্লিদের বিরুদ্ধে সহিংসতা আরো বাড়িয়েছে এবং এর অংশ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটালো।

পবিত্র রমজান মাসে ইহুদিবাদী ইসরায়েল বাহিনী আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে বাধা দেওয়াসহ বিভিন্ন হামলা চালিয়েছে। এছাড়াও আরো অনেক হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটায়।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মাদ আল-ওসাইবি নামে এ ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের গেটের কাছে নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের বণর্নানুযায়ী, আল-আকসা মসজিদের ভেতর থেকে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেছে। একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এ জন্য ইহুদিবাদী সেনারা ২৬ বছর বয়সি আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে।

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদীরা দরজা বন্ধ করে দেন এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এ সময় ইসরায়েল নিরাপত্তা বাহিনী সেখানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করে।

সূত্র: সিএনএন

Share This Article


ইমরান খানের দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান সরকার

দেশে দেশে কোটা ব্যবস্থা

আমি মারাও যেতে পারতাম: ট্রাম্প

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও ১৪১ ফিলিস্তিনি

প্রাণে বেঁচে ঈশ্বরের কাছে ট্রাম্পের কৃতজ্ঞতা প্রকাশ

যুক্তরাষ্ট্রে চলতি বছর ৩০২ বন্দুক হামলার ঘটনা

গাজায় গণহত্যার জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্র দায়ী: মাহমুদ আব্বাস

ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে: এফবিআই

পশ্চিমের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইংরেজির বিস্তার উত্তর কোরিয়ায়

হামলার ঘটনায় বাইডেনকেই দায়ী করছেন ট্রাম্পের সমর্থকরা

আমেরিকায় এমন সহিংসতার স্থান নেই, এটা ক্ষমা করা যায় না: বাইডেন

ডান কানে গুলিবিদ্ধ ট্রাম্প